মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪
সমালোচক পুরস্কারে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে মনোনয়ন পেলেন যাঁরা
শেষ হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এর কার্যক্রম। জুরিবোর্ড নির্বাচন করেছে এবারের মনোনয়নপ্রাপ্তদের। এবারও ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ এবং ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। আজ ছাপা হলো পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের নাম।
সেরা চলচ্চিত্র
আকরাম খান—নকশীকাঁথার জমিন
আদনান আল রাজীব—প্রিয় মালতী
গিয়াস উদ্দিন সেলিম—কাজলরেখা
সেরা পরিচালক
নূরুল আলম আতিক—পেয়ারার সুবাস
রবিউল আলম রবি—ফরগেট মি নট
শঙ্খ দাশগুপ্ত—প্রিয় মালতী
সেরা অভিনেতা
প্রীতম হাসান—কাছের মানুষ দূরে থুইয়া
মামনুন হাসান ইমন—মায়া
রওনক হাসান—নয়া মানুষ
সেরা অভিনেত্রী
তাসনিয়া ফারিণ—কাছের মানুষ দূরে থুইয়া
মেহজাবীন চৌধুরী—প্রিয় মালতী
সারিকা সাবরিন—মায়া