সমালোচক পুরস্কারে ওয়েব সিরিজ বিভাগে মনোনয়ন পেলেন যাঁরা

শেষ হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এর কার্যক্রম। জুরিবোর্ড নির্বাচন করেছে এবারের মনোনয়নপ্রাপ্তদের। এবারও ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ এবং ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। আজ ছাপা হলো ওয়েব সিরিজ বিভাগে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের নাম।

ওয়েব সিরিজ
সেরা ওয়েব সিরিজ
‘কাল পুরুষ’
‘রঙিলা কিতাব’
‘সিনপাট’

সেরা চিত্রনাট্যকার
অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন– ‘রঙিলা কিতাব’
নুহাশ হুমাযুন ও গুলতেকিন খান– ‘২ষ’
সালজার রহমান– ‘কাল পুরুষ’

সেরা পরিচালক
অনম বিশ্বাস– ‘রঙিলা কিতাব’
নুহাশ হুমায়ূন– ‘২ষ’
সালজার রহমান– ‘কাল পুরুষ’

সেরা অভিনেত্রী
জিন্নাত আরা– ‘সিনপাট’
পরীমনি– ‘রঙিলা কিতাব’
মেহজাবীন চৌধুরী– ‘আরারাত’

আরও পড়ুন

সেরা অভিনেতা
এফ এস নাঈম–‘কাল পুরুষ’
মোশাররফ করিম– ‘আধুনিক বাংলা হোটেল’
মোস্তাফিজুর নূর ইমরান– ‘রঙিলা কিতাব’