শারীরিক নির্যাতনের শিকার এই অভিনেত্রী আত্মহত্যারও চেষ্টা করেছিলেন

শৈশব থেকেই মানসিকভাবে নানা চাপে বড় হতে হয়েছে তাঁকে। একসময় তিনি আত্মহত্যার মতো চিন্তা করেছেন। এর পেছনে ছিল ভয়ানক দুটি কারণ। কী ঘটেছিল জনপ্রিয় অভিনেত্রী ইভান র‍্যাচেল উডের সঙ্গে। আজ এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন এই তারকাজীবনের জানা–অজানা অধ্যায়।
১ / ৬
হলিউডে জনপ্রিয়তা পেলেও তিনি কখনোই তথাকথিত হলিউড তারকাদের মতো জীবনযাপনে বিশ্বাসী ছিলেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কেউ তথাকথিত হলিউড অভিনেত্রী আমাকে বলুক, এটা আমি চাই না। আমি তেমন জীবনযাপনেও অভ্যস্ত নই।’
ছবি: ফেসবুক
২ / ৬
তাঁর পছন্দের অভিনেত্রী কেট ব্লানচেট, অভিনেতা চার্লি চাপলিন। প্রায়ই প্রিয় তারকাদের সিনেমা দেখেন।
ছবি: ফেসবুক
৩ / ৬
এই অভিনেত্রী বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ছাড়া একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হন। এই ঘটনায় তিনি ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের কাছে অভিযোগ দিয়ে সহায়তাও চেয়েছিলেন।
ছবি: ফেসবুক
৪ / ৬
মাত্র ২২ বছর বয়সেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছিলেন। এর কারণ ছিল বেশ কয়েকবার ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ও দ্বিতীয়ত, শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। দুটি ঘটনাই আত্মহত্যার দিকে ধাবিত করেছিল ইভানকে।
ছবি: ফেসবুক
৫ / ৬
শৈশবে মা–বাবার বিচ্ছেদ দেখেছেন। তখন তাঁর বয়স ১০ বছর। তার পর থেকে মানসিক অস্বস্তিতে থাকতেন। নানা ঘটনায় অস্বস্তি কাটাতে তিনি এখনো গান গাইতে ভালোবাসেন।
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৬ / ৬
১৯৮৭ সালের ৭ সেপ্টেম্বর তাঁর জন্ম। ২০০৭ সালে কান উৎসব থেকে বিশেষ সম্মাননা পান। গোল্ডেন গ্লোব ও প্রাইমটাইম এমি মনোনীত এই অভিনেত্রীর সবচেয়ে আলোচিত সিনেমা ‘থার্টিন’, ‘অ্যাকরস দ্য ইউনিভার্স’ ও ‘সিরিজ ওয়েস্টওয়ার্ল্ড।’
ছবি: আইএমডিবি