তিশা, জোভান, তৌসিফ, ফারিণ, সাবিলা, মুশফিকদের পারিশ্রমিক কত?

প্রায়ই শোনা যায়, তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই যাচ্ছে। যে যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিকের বেশির কথা বললেও তারকা বলছেন ভিন্ন কথা। তাঁদের বক্তব্য, দর্শকদের ভালো কাজ উপহার দিতে আগের চেয়ে কাজে অনেক বেশি সময় দিচ্ছেন। কমিয়ে দিয়েছেন কাজ। যে কারণে আগের চেয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন। এ ছাড়া কেউ কেউ বলছেন, যার যেমন চাহিদা ও নাটকের ভিউ, তার তেমন পারিশ্রমিক। আসুন জেনে নিই পরিচালক ও প্রযোজকদের তথ্যমতে কার কত পারিশ্রমিক। দেখুন ছবিতে, পর্ব–২
১ / ৬
অভিনেতা ফারহান আহমেদ জোভানের বর্তমান পারিশ্রমিক ১ লাখ টাকা। চলতি মাসে এই অভিনেতা পারিশ্রমিক বাড়িয়েছেন। বিভিন্ন সময় তিনি গণমাধ্যমে জানান, আগে নাটকের শুটিংয়ের জন্য দুই দিন সময় দিলেও এখন প্রতিটি নাটকের জন্য দ্বিগুণ সময় দেন
ছবি: সংগৃহীত
২ / ৬
অভিনেত্রী তানজিন তিশা ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পারিশ্রমিক নেন। জানা যায়, দুই দিনের শুটিং হলে ৮০ হাজার টাকা। তিন দিনের শুটিং হলে এক লাখ টাকা নেন। তিনিও এই বছরে পারিশ্রমিক বাড়িয়েছেন
ছবি: সংগৃহীত
৩ / ৬
তৌসিফ মাহবুব পারিশ্রমিক নেন ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। তিনিও আগের চেয়ে নাটকের সংখ্যা কমিয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন
ছবি: সংগৃহীত
৪ / ৬
নাটকপ্রতি অভিনেত্রী তাসনিয়া ফারিণের পারিশ্রমিক ৬০ থেকে ৭০ হাজার টাকা
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন
৫ / ৬
সাবিলা নুর আগের চেয়ে কাজ কমিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি একটি নাটকের জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নেন
ছবি: সংগৃহীত
৬ / ৬
মুশফিক আর ফারহানের প্রতিটি নাটকের পারিশ্রমিক দেড় লাখ টাকা। জানা যায়, তিনি কাজ কম করেন। যে কারণে তাঁর পারিশ্রমিক কিছুটা বেশি। একটি নাটকে চার–পাঁচ দিন সময় দেন ফারহান
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন