দেশের গানে অনুষ্ঠান শেষ
মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান শেষ হয় দেশের গান দিয়ে।
তারকা জরিপ পুরস্কারে সেরা হলেন যারা
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২–এ তারকা জরিপের পুরস্কার ঘোষণা করা হয়েছে।প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র বিভাগের তারকা জরিপের পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি পরাণ সিনেমার জন্য এ পুরস্কার পান। সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছে চঞ্চল চৌধুরী। তিনি ‘হাওয়া’ সিনেমার জন্য এ পুরস্কার পান।
এ দিকে তারকা জরিপের (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র: ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ) সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। তিনি ‘পুনর্জন্ম–৩’ এর জন্য এ পুরস্কার পেলেন। সেরা অভিনেতা আফরান নিশো। তিনি পুনর্জন্ম–৩ এর জন্য এ পুরস্কার পেলেন। সেরা গায়িকার পুরস্কার পেলেন আতিয়া আনিসা। তিনি ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের জন্য এ পুরস্কার পেলেন। সেরা গায়কের পুরস্কার পেলেন এরফান মৃধা শিবলু। ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানের জন্য তিনি এ পুরস্কার পেলেন।
তারকা জরিপের (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র: ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ) সেরা নবাগত অভিনয়শিল্পী রোদেলা টাপুর। তিনি ‘দেশান্তর’–এর জন্য এ পুরস্কার পেলেন।
‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’– আড়ালের জয়জয়কার
মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২২ এ ‘আড়াল’ এর জয়জয়কার। সেরা চিত্রনাট্যকার, সেরা নির্দেশক ও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে কাহিনিচিত্রটি। সেরা চিত্রনাট্যকার আল আমিন হাসান নির্ঝর (আড়াল), সেরা নির্দেশক নাজমুল নবীন (আড়াল), সেরা অভিনেতা প্রীতম হাসান (আড়াল)। এ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্ষা। তিনি গালিবের প্রেম ও বসন্তের কাব্য’র জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
ওয়েব সিরিজে সেরা ‘শাটিকাপ’, পরিচালক নুহাশ হুমায়ূন
সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘শাটিকাপ’। এ সিনেমার প্রযোজক রেদওয়ান রনির হাতে পুরস্কার তুলে দেন অপি করিম।
এদিকে সেরা পরিচালকের (ওয়েব সিরিজ) পুরস্কার পেয়েছেন নুহাশ হুমায়ূন। তিনি ‘পেট কাটা ষ’ –এর জন্য এ পুরস্কার পেলেন। নুহাশ হুমায়ূন–এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ইন্তেখাব দিনার ও অপি করিম।
সমালোচক পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী
সেরা চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেতার (সমালোচক) পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী। তিনি ‘দুই দিনের দুনিয়া’ ছবির জন্য এ পুরস্কার পেলেন।
৩টি সমালোচক পুরস্কার পেল ‘হাওয়া’
‘সাদা সাদা কালা কালা’গানের ছবি ‘হাওয়া’র জয়জয়কার। সিনেমাটি তিনটি পুরস্কার পেয়েছে। সেরা চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে সমালোচক পুরস্কার পায় ‘হাওয়া’। চলচ্চিত্রটির প্রযোজক অজয় কুমার কুন্ডুর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সেরা চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালকের সমালোচক পুরস্কার পেয়েছে ’হাওয়া’। এ সিনেমার পরিচালকের মেজবাউর রহমান সুমনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) পুরস্কার পেয়েছেন ‘হাওয়া’র অভিনেত্রী নাজিফা তুষি।
সৈয়দ আব্দুল হাদী পেলেন আজীবন সম্মাননা
মেরিল-প্রথম আলো পুরস্কারের আজীবন সম্মাননা ২০২৩ পেলেন সৈয়দ আব্দুল হাদী। দেশের অন্যতম এই শিল্পীকে দাঁড়িয়ে সম্মান জানান অনুষ্ঠানে আসা সব দর্শক ও অতিথিরা।
সৈয়দ আব্দুল হাদীর হাতে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন বরেণ্য শিল্পী রুনা লায়লা। এ সময় পাশে ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
আজীবন সম্মানানা পেয়ে অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘যে ভালোবাসার সঙ্গে সম্মান নেই এবং যে সম্মানের সঙ্গে ভালোবাসা নেই তার কোনোটাই আমি প্রত্যাশা করি না। মেরিল–প্রথম আলোর এই আজীবন সম্মাননায় এ দুটোই পেয়েছি। তাই আমি আনন্দিত ও সম্মানিত।’
এবারের অনুষ্ঠান উপস্থাপনায় সিয়াম ও প্রীতম
মেরিল-প্রথম আলো পুরস্কারের পুরো অনুষ্ঠান উপস্থাপনা করছেন অভিনেতা সিয়াম আহমেদ ও প্রীতম হাসান।
এর আগে সন্ধ্যায় গান ও নৃত্য শুরু হয় মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের ২৪ তম আসর। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর ঘোষণ দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
এরপর আনিসুল হক এবারের আসরের দুই সঞ্চালককে মূল মঞ্চে আমন্ত্রণ জানান।
আমাদের একটাই ইচ্ছা, বাংলাদেশের মুখে হাসি দেখতে চাই : মতিউর রহমান
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমাদের একটাই ইচ্ছা, আমরা বাংলাদেশের মুখে হাসি দেখতে চাই।’ মেরিল-প্রথম আলো পুরস্কারের মূল অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে আসার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
গান ও নৃত্য শুরু মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪ তম আসর
মেরিল-প্রথম আলো পুরস্কারের মূল অনুষ্ঠান শুরু হয় আজ শুক্রবার সন্ধ্যা ৬টায়। গান ও নৃত্য শুরু হয় এবারের ২৪ তম আসর। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর ঘোষণ দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের একটাই ইচ্ছা, আমরা বাংলাদেশের মুখে হাসি দেখতে চাই।’ অনুষ্ঠানে আসার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২ এর অনুষ্ঠানে আসছেন তারকারা। এসেছেন পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিসহ তারকারা একে একে আসছেন।
মেরিল-প্রথম আলো পুরস্কারের মূল অনুষ্ঠান শুরু হয় আজ শুক্রবার সন্ধ্যা ৬টায়। গান ও নৃত্য শুরু হয় এবারের ২৪ তম আসর। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর ঘোষণ দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২ এর অনুষ্ঠানে আসছেন তারকারা। এসেছেন পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিসহ তারকারা একে একে আসছেন।মেরিল-প্রথম আলো পুরস্কারের মূল অনুষ্ঠান শুরু হয় আজ শুক্রবার সন্ধ্যা ৬টায়। গান ও নৃত্য শুরু হয় এবারের ২৪ তম আসর। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর ঘোষণ দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২ এর অনুষ্ঠানে আসছেন তারকারা। এসেছেন পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিসহ তারকারা একে একে আসছেন।মেরিল-প্রথম আলো পুরস্কারের মূল অনুষ্ঠান শুরু হয় আজ শুক্রবার সন্ধ্যা ৬টায়। গান ও নৃত্য শুরু হয় এবারের ২৪ তম আসর। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর ঘোষণ দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২ এর অনুষ্ঠানে আসছেন তারকারা। এসেছেন পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিসহ তারকারা একে একে আসছেন।মেরিল-প্রথম আলো পুরস্কার : সাবিলা নূর–বিদ্যা সিনহা মিমসহ মনোনীত তারকা আসছেন
মেরিল-প্রথম আলো পুরস্কারে অনুষ্ঠানে আসছেন তারকারা। এসেছেন পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিসহ তারকারা একে একে আসছেন।
এ ছাড়া অভিনয়শিল্পী জয়ন্ত চট্টপাধ্যায়, তারিক আনাম খান, নিমা রহমান, বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম, কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী জেফার, রুনা খানসহ প্রমুখ তারকা।
মেরিল-প্রথম আলো পুরস্কার : রুনা লায়লা–পূজা চেরি–প্রীতম হাসানসহ অন্যরা অনুষ্ঠানস্থলে
মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২ এর জাঁকজমকপূর্ণ আয়োজনের ২৪তম আসর বসেছে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। আজ শুক্রবার বিকেল থেকে লালগালিচায় আসছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। এখন পর্যন্ত এসেছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টপাধ্যায়, তারিক আনাম খান, নিমা রহমান, বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম, কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী জেফার, পূজা চেরিসহ প্রমুখ তারকা।
রুনা লায়লা–চঞ্চল চৌধুরী–জয়ন্ত চট্টপাধ্যায়–তারিক আনাম খান–প্রীতম হাসানসহ অন্যরা অনুষ্ঠানে
মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২ এর জাঁকজমকপূর্ণ আয়োজনের ২৪তম আসর বসেছে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। আজ শুক্রবার বিকেল থেকে লালগালিচায় আসছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। এখন পর্যন্ত এসেছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টপাধ্যায়, তারিক আনাম খান, নিমা রহমান, বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম, কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী জেফারসহ প্রমুখ তারকা।
বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা আসছেন
মেরিল-প্রথম আলো পুরস্কারের তারকাবহুল জাঁকজমকপূর্ণ আয়োজনে হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। আজ শুক্রবার বিকেল থেকে লালগালিচায় পদার্পণ করছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। এসেছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টপাধ্যায়, তারিক আনাম খান, নিমা রহমানসহ প্রমুখ তারকা।
আসছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা
বছর ঘুরে আবার ফিরে এল মেরিল-প্রথম আলো পুরস্কার। দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার। বছর ঘুরে তারকাবহুল জাঁকজমকপূর্ণ এ আয়োজনের ২৪তম আসর বসেছে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। আজ শুক্রবার বিকেল থেকে লালগালিচায় পদার্পণ করছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। এখন পর্যন্ত এসেছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টপাধ্যায়, তারিক আনাম খান, নিমা রহমানসহ প্রমুখ তারকা।