দর্শকের ভোটে চূড়ান্ত হয়েছে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার ২০২৪-এর তালিকা। প্রাথমিক পর্ব থেকে পর্যায়ক্রমে সেরা ১০, সেরা ৮, সেরা ৬ থেকে সেরা ৪ জনকে নিয়ে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হয়েছে। এবার দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা—
সেরা অভিনেত্রী: (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
তানজিম সাইয়ারা তটিনী (‘লাভ সাব’)
তাসনিয়া ফারিণ (‘স্মৃতিস্মারক’)
মেহজাবীন চৌধুরী (‘তিথিডোর’)
সাবিলা নূর (‘গোলাম মামুন’)
সেরা অভিনেতা: (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
ইয়াশ রোহান (‘ইতিবৃত্ত’)
জিয়াউল ফারুক অপূর্ব (‘গোলাম মামুন’)
তৌসিফ মাহবুব (‘লাভ সাব’)
ফারহান আহমেদ জোভান (‘ভিতরে বাহিরে’)