আজ শুক্রবার নানা আয়োজনে মুখর থাকবে রাজধানীর বিনোদন অঙ্গন। প্রদর্শনী প্রতিযোগিতাসহ এদিন থাকবে বেশ কয়েকটি নাটকের পরিবেশনা।
নাটক
মহিলা সমিতিতে ‘পোহালে শর্বরী’
সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থিয়েটার মঞ্চস্থ করবে পোহালে শর্বরী। হিন্দি সাহিত্যিক সুরেন্দ্র বর্মার ‘সুরজ কি অন্তিম কিরণ সে সুরজ কি প্যাহেলি কিরণ তক’ থেকে ‘পোহালে শর্বরী’ অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নাটকটির নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার।
স্টুডিও থিয়েটারে ‘সলিটারি কনফাইনমেন্ট’
সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাট্যম রেপার্টরি মঞ্চস্থ করবে নাটক ‘সলিটারি কনফাইনমেন্ট’। নাট্যম রেপার্টরির এটি ৮ম প্রযোজনা। শাকিল আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন।
অন্যান্য
জাতীয় নাট্যশালায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হবে এই আয়োজন।
জাতীয় চিত্রশালা প্লাজায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জাতীয় চিত্রশালা প্লাজায় সকাল ১০টা থেকে হবে এই প্রতিযোগিতা। অংশগ্রহণ করতে পারবে ৫ থেকে ১৮ বছর বয়সী শিশু–কিশোরেরা।
বাংলাদেশ ও নেপালের শিল্পীদের শিল্পকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী
বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি ও নেপাল দূতাবাসের উদ্যোগে জাতীয় চিত্রশালায় চলছে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের শিল্পকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী। জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
ছায়ানট ভবনে ‘প্রামাণ্যচিত্র পুরস্কার’
প্রামাণ্যকার পর্ষদ প্রবর্তিত ‘প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২ ’–এর চূড়ান্ত ফল ঘোষণা, ‘চলচ্চিত্রাচার্য আলমগীর কবির প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ এবং ‘চলচ্চিত্রকার তারেক মাসুদ প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ প্রদান করা হবে ছায়ানট সংস্কৃতি ভবনে। আজ ও কাল দুই দিনব্যাপী অনুষ্ঠান। বিকেল ৫টায় শুরু। আজ সাংস্কৃতিক পর্বে গান শোনাবেন সায়ান।