শহরের সেরা সুন্দরীর প্রেমে পড়া সেই ১২ বছরের কিশোর কেন সফল হয়নি

ইতালির সিসিলি ছোট এক শহরের সেরা সুন্দরীদের একজন ম্যালেনা। যার প্রেমে শহরের বেশির ভাগ পুরুষ। বাদ যায়নি কিশোরেরা। এই ম্যালেনার প্রেমে পড়ে ১২ বছর বয়সী কিশোর। এমন গল্প নিয়েই সিনেমা ‘ম্যালেনা’ তুমুল আলোচনায় আসে। এই ম্যালেনার প্রেমে পড়ে যায় ১২ বছরের কিশোর রেনাটো। প্রথম সিনেমা দিয়ে সফল হলেও ক্যারিয়ারে সফল হতে পারেননি এই তরুণ।
১ / ৬
‘ম্যালেনা’ সিনেমা দিয়ে ক্যারিয়ারে পা রাখেন জুসেপ্পে সালফারো। সিনেমাটি দিয়ে নবাগত অভিনেতা হিসেবে ইতালির গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার পান।
ছবি: আইএমডিবি
২ / ৬
সিনেমার শুটিংয়ের সময় রেনাটো চরিত্রের অভিনেতা জুসেপ্পে সালফারোর বয়স ছিল ১৫ বছর। গল্পে তাকে দেখানো হয় ১২ বছর বয়সের। শুধু ইতালিই নয়, প্রথম সিনেমা দিয়ে তিনি বিশ্বব্যাপী দর্শকদের কাছে আলোচনায় আসেন।
ছবি: আইএমডিবি
৩ / ৬
পুরো গল্পেই এই চরিত্রের সঙ্গে থাকত সাইকেল। এই সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে হঠাৎ একদিন তার পছন্দ হয়ে যায় মধ্যবয়সী নারী ম্যালেনাকে। সে বাইসাইকেল নিয়ে ম্যালেনাকে শহরজুড়ে অনুসরণ করে। একসময় লুকিয়ে তাঁর বাড়িতেও চলে যায়।
ছবি: আইএমডিবি
৪ / ৬
সিনেমাটি সেন্সরে তুমুল বিতর্কের মুখে পড়ে। প্রাপ্তবয়স্ক নারী ও কিশোরের ঘনিষ্ঠ দৃশ্য থাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেন্সরে ১৬ মিনিট কেটে ফেলার সিদ্ধান্ত হয়।
ছবি: আইএমডিবি
৫ / ৬
এই সিনেমার পরে ম্যালেনা চরিত্রের অভিনেত্রী মনিকা বেলুচ্চির ভাগ্য আরও বেশি প্রসন্ন হলেও জুসেপ্পের ভাগ্যে ভালো চিত্রনাট্য আর আসেনি। একসময় তিনি অভিমান নিয়ে অভিনয় থেকেও দূরে সরে যান।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৬ / ৬
পরে জুসেপ্পেকে গড়পড়তা তিনটি সিনেমা ও দুটি সিরিজে দেখা গেছে। সর্বশেষ এক দশক আগে ‘ডন মাট্রিও’ সিরিজে অভিনয় করেন। এখন অভিনয় থেকেই দূরে সরে গেছেন। ‘ম্যালেনা’ সিনেমাটি পরিচালনা করেছেন জুসেপ্পে তোর্নাতোরে।
ছবি: আইএমডিবি