‘স্বার্থের বাইরে যে সম্পর্ক, সেটাই ভালোবাসা’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, বিন্দু, দীপা খন্দকারদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
মোশাররফ করিমের সঙ্গে সচরাচর ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় না অভিনেত্রী রোবেনা রেজাকে। হঠাৎ প্রায় এক যুগ আগের ছবিতে পাওয়া গেল তাঁদের। রোবেনা লিখেছেন, ‘সুপ্রভাত, অনেক অনেক আগের একটা ছবি শেয়ার করলাম।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনয়ে সরব নন অভিনেত্রী আফসান আরা বিন্দু। দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে রয়েছে। হঠাৎ তিনি ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এটা কি সত্যই আমি!’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
গত মাসে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজী নওশাবা আহমেদ অভিনীত সিনেমা ‘যত কাণ্ড কলকাতায়’। সিনেমার কাজ নিয়েই বর্তমান নওশাবার ব্যস্ততা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভোরের রং রাতে মিশে কালো।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
সহকর্মীদের সঙ্গে ছবিটি পোস্ট করে দীপা খন্দকার লিখেছেন, ‘স্বার্থের বাইরে যে সম্পর্ক, সেটাই ভালোবাসা। যা অর্জন করা সবার পক্ষে সম্ভব না। আমার পরিবারই বন্ধু আর বন্ধুরাই আমার পরিবার।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
পরিচালক আদনান আল রাজীবকে শুভকামনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। কানে স্বীকৃতি পাওয়া ‘আলী’ এবার নতুন করে পুরস্কার জয় করেছেন। মেহজাবীন লিখেছেন, ‘“আলী” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ভ্যালাদোলিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ইয়াং জুরি অ্যাওয়ার্ড জিতেছে। কী অসাধারণ সাফল্য পুরো টিমের জন্য! বাংলাদেশের এই সাফল্য আমাদের সবার প্রেরণা।’
ছবি: ফেসবুক থেকে