জন্মদিনে কী কতবেল কাটবেন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মৌসুমী হামিদ, তৌসিফদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৬
আজ ১২ অক্টোবর অভিনেত্রী মৌসুমী হামিদের জন্মদিন। বিশেষ এই দিনে অভিনেত্রী লিখেছেন, ‘ইশ্‌, একটা গাছপাকা কতবেল যদি পাইতাম খাইতে।’ সেখানে এক ভক্ত মজা করে লিখেছেন, ‘জন্মদিনে কি কতবেল কাটবেন।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৬
সম্প্রতি ‘প্রথম আলো’তে প্রকাশিত ‘এই ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী’ খবরটি স্ত্রীকে ট্যাগ দিয়ে তৌসিফ লিখেছেন, ‘জারা, লক্ষণ তো ১০–এ ১০।’ তাঁর স্ত্রীর নাম জারা মাহবুব।
ছবি: ফেসবুক থেকে
৩ / ৬
গায়িকা সালমা আক্তার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যে পাখি তোমার নয়, তাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে না।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
সহশিল্পীর সঙ্গে ছবিটি পোস্ট করে ছোট পর্দার আরেক অভিনেতা আরশ খান লিখেছেন, ‘যেহেতু ভালো হইতে পয়সা লাগে না, তাই এবার ২ দিন পর ভালো হয়ে যান।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
শান্তিতে নোবেল পুরস্কার পাননি ডোনাল্ড ট্রাম্প। এটি সারা বিশ্বের মতো বাংলাদেশেও খবরের শিরোনাম হয়েছে। সেই ঘটনা নিয়ে মজা করেই অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ট্রাম্প কীভাবে প্রতিবাদ জানাতে পারেন? দুই দিন না খেয়ে থাকুন। সারা দুনিয়ায় আলোড়ন পড়ে যাবে। আপনার তীব্র অভিমান সবাই বুঝতে পারবে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৬
মডেল ও অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘পেটভর্তি অশিক্ষা, পকেটভর্তি টাকা, মাথাভর্তি কুবুদ্ধি আর মনভর্তি অহংকার থাকাটা খুব ভয়ংকর ব্যাপার।’
ছবি: ফেসবুক থেকে