ভোপালে গ্যাস দুর্ঘটনা নিয়ে নির্মিত সিরিজে অভিনয় করে আলোচনায় ইরফান–পুত্র

‘কালা’ সিনেমা দিয়ে বলিউডে নাম লেখান প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। এবার নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’
১ / ৫
১৯৮৪ সালে ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনা নিয়ে নির্মিত চার পর্বের সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ১৮ নভেম্বর। এতে একজন ট্রেনচালকের ভূমিকায় অভিনয় করেছেন বাবিল খান
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবিল জানান, তাঁর বাবার মৃত্যুর (২০২০ সালের ২৯ এপ্রিল) আট মাস পর সিরিজটির দৃশ্য ধারণে অংশ নিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
এই সিরিজে বাবিলের অভিনয়ের প্রশংসা করেছেন অভিনেতা কে কে মেনন, তিনি বাবিলের বাবা ইরফানের সঙ্গেও অভিনয় করেছেন। মেনন বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, বাবিল অনেক দূর এগিয়ে যাবে।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
মাঝে নেটফ্লিক্সের আরেক সিনেমা ‘ফ্রাইডে নাইট প্ল্যান’–এও অভিনয় করেছেন বাবিল
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
ইরফান খান এবং চিত্রনাট্যকার ও প্রযোজক সুতপা শিকদারের পুত্র বাবিলের জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। অভিনয়ে নাম লেখানোর আগে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন