আমরা পারিনি, তোমরা করে দেখিয়েছ

শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছেন কোনাল। ছবি: আবদুস সালাম
শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছেন কোনাল। ছবি: আবদুস সালাম

‘নিরাপদ সড়কের দাবি’তে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ। তাঁদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে সেখানে গিয়ে হাজির হন তারকারা। তাঁদের সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্যের পাশাপাশি গান করেন এ শিল্পীরা।

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় শিক্ষার্থীদের সঙ্গে ‘নিরাপদ সড়কের দাবি’তে যোগ দেন সংগীতশিল্পী তানভীর আলম সজীব, সায়ান, কোনাল, পারভেজ, নওরীন, লুৎফর হাসান, সাব্বির, সুজন আরিফ, পুলক, আর জে টুটুল, নৃত্যশিল্পী ডলি ইকবাল, স্বর্ণকিশোরী ফাউন্ডেশন নেটওয়ার্কের চেয়ারম্যান ও উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া, নির্মাতা আয়শা মনিকা, গীতিকার জাহিদ আকবর, নাট্যকার খায়রুল বাশার নির্ঝরসহ অনেকে।

ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘কোনো গাড়ি যেন আর আমার সন্তানকে চাপা না দেয়। আমি ঘুমাতে পারি না। সোনামণি ভাইবোনেরা আমার, তোমরা দেখিয়েছ, কীভাবে সুশৃঙ্খল আন্দোলন করতে হয়, সাধুবাদ জানাই তোমাদের। আমরাও নিরাপত্তা চাই, চাই নিরাপদ সড়ক। শান্তিপূর্ণভাবে প্রাপ্য চাই, বহুদিন আগে আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু পাইনি। এটা আমরা আদায় করব।’

শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সাব্বিরের সেলফি। ছবি: প্রথম আলো
শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সাব্বিরের সেলফি। ছবি: প্রথম আলো

কণ্ঠশিল্পী কোনাল বলেন, ‘আমরা এখানে এসেছি শিল্পী সমাজের পক্ষ থেকে তোমাদের সাধুবাদ জানাতে। এখানে আমাদের শিল্পী বন্ধুদের অনেকে এসেছেন। তোমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি আমরা। তোমাদের সঙ্গে চলতে চাই, সামনে এগিয়ে যেতে চাই। কারণ, যা আমরা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছ। তোমাদের সঙ্গে আমরা আছি, থাকব। আমাদের একটাই কাজ করার আছে। যদি কিছু করতে হয় আমরা গান গাইব। একটা কবিতায় যদি কিছু হয়, তাহলে কবিতা আবৃত্তি করব।’

পারভেজ বলেন, ‘একজন শিল্পী হিসেবে এই সমাজের প্রতি আমাদেরও আছে কিছু দায়িত্ব। কিন্তু আমরা অনেক কিছুই করতে পারিনি। ঢাকার রাজপথে আমাদের কোমলমতি বাচ্চারা, ভাইয়েরা, বন্ধুরা যা করে দেখিয়েছে, তা রীতিমতো বিস্ময়। নিরাপত্তা ও নিরাপদ সড়কের দাবিতে ওরা যে এত সুন্দর একটা আন্দোলন করছে, সেটার প্রতি আমাদেরও রয়েছে সমর্থন। একজন বাবা হিসেবে, এই শিক্ষার্থীদের বড় ভাই, অভিভাবক হিসেবে ওদের সঙ্গে থাকতে পারাটা গৌরবের।’

শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নৃত্যশিল্পী ডলি ইকবাল, সুজন আরিফ, ফারজানা ব্রাউনিয়া, পারভেজ ও কোনাল। ছবি: প্রথম আলো
শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নৃত্যশিল্পী ডলি ইকবাল, সুজন আরিফ, ফারজানা ব্রাউনিয়া, পারভেজ ও কোনাল। ছবি: প্রথম আলো

নতুন প্রজন্মের আরেক কণ্ঠশিল্পী সাব্বির জামানও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে এসেছিলেন শাহবাগে। তিনি বলেন, ‘এই খুদে বাচ্চারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, কীভাবে অধিকার আদায়ের আন্দোলন করতে হয়। আমাদের অনেক কিছু শেখার আছে, আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাঁরা আছেন, তাঁদেরও দ্রুত ভাবা উচিত। সবশেষে বলতে চাই, ছোট্ট বন্ধুরা তোমাদের সঙ্গে আমরাও আছি রাস্তায়।’

বক্তব্য শেষে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ‌রণসংগীত ‘চল চল চল’ গেয়ে শোনান সায়ান, কোনাল, পারভেজ, নওরীন, লুৎফর হাসান।