যে কারণে নতুন সিনেমায় তাহসান

তাহসান।  ছবি: সংগৃহীত
তাহসান। ছবি: সংগৃহীত

নতুন একটি সিনেমার কাজ শুরু করছেন তাহসান। নো ল্যান্ডস ম্যান নামের এই ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এই মুহূর্তে ছবির কাজের জন্য ফারুকী ও তাহসান দুজনেই আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন দুজনে।

ফারুকীর এই ছবিতে অভিনয়ের পেছনে অনেকগুলো কারণ কাজ করেছে বলে জানালেন তাহসান। নিউইয়র্ক থেকে দেশের জনপ্রিয় এই গায়ক ও অভিনয়শিল্পী বলেন, ‘এই ছবিতে অভিনয়ের ক্ষেত্রে অনেকগুলো চিন্তা কাজ করেছে। প্রথমত বাংলাদেশি একজন পরিচালক পৃথিবীর বুকে নাম করেছেন, এটা অনেক গর্বের ব্যাপার। মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ইংরেজি সিনেমা, সারা বিশ্বের কাছে এই ছবি অন্যভাবে উপস্থাপন করা হবে। সবচেয়ে বেশি ভালো লেগেছে, গল্পটা। এই ছবিতে আমার সঙ্গে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, এই মুহূর্তে পৃথিবীর কয়েকজন অসাধারণ অভিনেতার একজন হিসেবে তাঁকে ধরা হয়। সবকিছু মিলিয়ে প্রস্তাব পাওয়ার পর কাজটি করতে রাজি হয়েছি।’

বিশ্বস্ত সূত্রের খবর, নিউইয়র্কে নো ল্যান্ডস ম্যান ছবির শুটিং শুরু হয়েছে। কিন্তু পরিচালক ও অভিনয়শিল্পী তাহসান দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি। তাহসান বলেন, ‘আমরা এখন প্রি প্রোডাকশনের কাজ করছি। মহড়াও হচ্ছে। আমার নিজের কনসার্ট আর অন্য কাজও ছিল, সব মিলিয়ে এখানে আছি।’

এদিকে গতকাল সন্ধ্যায় তাহসানের ফেসবুক পেজে ভিন্ন রূপের কয়েকটি ছবি পোস্ট করা হয়। অনেকের মতে, নো ল্যান্ডস ম্যান ছবিতে তাহসানকে এই রূপে দেখা যাবে। সে কারণে চেহারায় এমন একটা বদল এনেছেন। দাড়ি-গোঁফ রেখে কেমন জানি সব সময়কার চেহারা আলাদা করতে চাইছিলেন তিনি। নো ল্যান্ডস ম্যান ছবিতে তাহসান ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী আর অস্ট্রেলিয়ার মিশেল মেগানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন।

নো ল্যান্ডস ম্যান ছবিতে তাহসানের চরিত্রটি কী, সে সম্পর্ক কোনো ধারণা দিতে না চাইলেও তাঁকে নির্বাচিত করার কারণটি ফারুকী জানালেন এভাবেই। ‘আমার ছবির চরিত্রটি যেমন, সেই চরিত্রের জন্য বাংলাদেশের একজন অভিনেতার দরকার ছিল, যিনি দীর্ঘদিন নিউইয়র্কে আছেন, দেখতে সুশ্রী, ভালো ইংরেজি বলতে পারেন। আরও কিছু বৈশিষ্ট্য আছে, যা তাহসানের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়।’