কেন 'ছপাক' করলেন দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন  ছবি: ইনস্টাগ্রাম
দীপিকা পাড়ুকোন ছবি: ইনস্টাগ্রাম

ছপাক ছবি নিয়ে এখন জোর প্রচারণায় ব্যস্ত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ঝলমলে দুনিয়ার বাইরে গিয়ে একেবারেই সামাজিক দায়িত্ববোধের জায়গায় গিয়ে কেন এই ছবি? এমন প্রশ্ন হরহামেশাই শুনতে হচ্ছে তাঁকে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন দীপিকা।

সম্প্রতি ছবিটির প্রচারে তিনি বলেন, ‘এই ছবিতে আমার কাজ করা কিংবা ছবিটি প্রযোজনা করার সঙ্গে এই ছবি দিয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো গেল কি না, সে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো—ছবিটি সমাজ, রাষ্ট্র, সারা বিশ্বের জন্য বেশি প্রয়োজনীয়।’

সে সময় দীপিকা ছবিটির সামাজিক গুরুত্ব নিয়ে বেশি কথা বলেন। তিনি বলেন, ‘এই মেসেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে লক্ষ্মী ও অন্যান্য অ্যাসিড–সন্ত্রাসের শিকার নারীরা আমাদের কাছে অনুপ্রেরণা। আমি এই ছবিটা দিয়ে দেখাতে চেয়েছি, মেয়েরা এমন জঘন্য সন্ত্রাসের শিকার হওয়ার পরে কীভাবে সংগ্রাম করে টিকে থেকেছেন।’

তবে এই নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিরও তিনি সমালোচনা করেন। দীপিকার ভাষায়, ‘সমাজে এই মানুষদের সঙ্গে আমরা সমান আচরণ করি না। তাঁদের সঙ্গে ডিজ্যাবলড মানুষের মতো আচরণ করি। আমাদের জীবন থেকে তাঁদের জীবন কোনো অংশেই আলাদা কিছু নয়। আমরা নিজেরা যে আচরণ পেতে চাই, তাঁদের সঙ্গে আমাদের সে আচরণই করা উচিত। তাঁদের সঙ্গে ভালো মানুষের মতো আচরণ করাই আমাদের দায়িত্ব।’

দীপিকা জানান, এই ছবির মাধ্যমে ছোট ছোট কিন্তু অসাধারণ কিছু সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছপাক ছবিটি অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ছবিতে লক্ষ্মীর চরিত্রটির নাম মিতালি। সেই চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে। ছবিটি আগামী ১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সূত্র: মুম্বাই মিরর