ইনস্টা নামের গ্রামের তারারা

>

বিনোদন জগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছাতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেশি-বিদেশি তেমনি কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।

১ / ১০
ব্রিটিশ নাগরিক, বলিউড তারকা হেজেল কেচ ও ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং দম্পতি এখন নিউইয়র্কে। সেখানেই আজ তাঁরা উদযাপন করছেন হেজেলের ৩৪তম জন্মদিন।
ব্রিটিশ নাগরিক, বলিউড তারকা হেজেল কেচ ও ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং দম্পতি এখন নিউইয়র্কে। সেখানেই আজ তাঁরা উদযাপন করছেন হেজেলের ৩৪তম জন্মদিন।
২ / ১০
হৃত্বিক রোশন এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঝড়ের দিকে তাকিয়ে আছি। আর ঝড়ের আগের শান্ত আবহাওয়া উপভোগ করছি।’
হৃত্বিক রোশন এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঝড়ের দিকে তাকিয়ে আছি। আর ঝড়ের আগের শান্ত আবহাওয়া উপভোগ করছি।’
৩ / ১০
তাসকিন ও সিয়াম আহমেদের মাঝখানে নুসরাত ফারিয়া। প্রায় ৪ কোটি টাকা খরচ করে বানানো এই ছবিটি ২০২০ সালের ঈদুল আজহায় মুক্তি দেওয়া হতে পারে।
তাসকিন ও সিয়াম আহমেদের মাঝখানে নুসরাত ফারিয়া। প্রায় ৪ কোটি টাকা খরচ করে বানানো এই ছবিটি ২০২০ সালের ঈদুল আজহায় মুক্তি দেওয়া হতে পারে।
৪ / ১০
রালফ লরেনের অফিসে সুন্দর সময় কাটিয়েছেন ডেভিড বেকহাম।
রালফ লরেনের অফিসে সুন্দর সময় কাটিয়েছেন ডেভিড বেকহাম।
৫ / ১০
‘১৯৬০–এর দশক’–এর ‘রেট্রো’ স্টাইলের কৃতি শ্যানন।
‘১৯৬০–এর দশক’–এর ‘রেট্রো’ স্টাইলের কৃতি শ্যানন।
৬ / ১০
কোয়েল মল্লিক এখন প্যারিসে। কিছুদিন পরই মা হবেন তিনি।
কোয়েল মল্লিক এখন প্যারিসে। কিছুদিন পরই মা হবেন তিনি।
৭ / ১০
পূর্ণিমা এই ছবিটি পোস্ট করে লিখেছেন ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’ গানের চরণ,  ‘দিনের আলোয় যায় না ছোঁয়া, স্বপ্নের অভিলাষ তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তাস?’
পূর্ণিমা এই ছবিটি পোস্ট করে লিখেছেন ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’ গানের চরণ, ‘দিনের আলোয় যায় না ছোঁয়া, স্বপ্নের অভিলাষ তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তাস?’
৮ / ১০
শাহরুখ খান গত পরশু ‘শাহরুখ খান লা ট্রোব ইউনিভার্সিটি পিএইচডি স্কলারশিপ’ তুলে দেন গোপিকা কোট্টানথারাইলের হাতে। ৮০০ ভারতীয় নারীর ভেতর ‘মাছি গবেষক’ কৃষক পরিবারে বড় হওয়া গোপিকাকে চূড়ান্ত করা হয় সম্মানজনক এই বৃত্তির জন্য।
শাহরুখ খান গত পরশু ‘শাহরুখ খান লা ট্রোব ইউনিভার্সিটি পিএইচডি স্কলারশিপ’ তুলে দেন গোপিকা কোট্টানথারাইলের হাতে। ৮০০ ভারতীয় নারীর ভেতর ‘মাছি গবেষক’ কৃষক পরিবারে বড় হওয়া গোপিকাকে চূড়ান্ত করা হয় সম্মানজনক এই বৃত্তির জন্য।
৯ / ১০
‘ড্রিম কোট’ গায়ে ‘বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’, মার্কিন মডেল বেলা হাদিদ।
‘ড্রিম কোট’ গায়ে ‘বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’, মার্কিন মডেল বেলা হাদিদ।
১০ / ১০
পূর্ণ হলো ‘দ্য অনুপম রায় ব্যান্ড’–এর ৯ বছরের পথচলা।
পূর্ণ হলো ‘দ্য অনুপম রায় ব্যান্ড’–এর ৯ বছরের পথচলা।