প্রেমিকাকে রেখে প্রেমিক তো মরে না: সালমান শাহর মা

লন্ডনে সালমান শাহ ভক্ত ঐক্যজোট আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে দেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ছবি: সংগৃহীত
লন্ডনে সালমান শাহ ভক্ত ঐক্যজোট আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে দেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ছবি: সংগৃহীত

আত্মহত্যা নয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর মা নীলা চৌধুরী। গতকাল লন্ডন প্রেসক্লাব থেকে এক সংবাদ সম্মেলনে লাইভ ভিডিওতে তিনি এই মন্তব্য করেন। নীলা চৌধুরী বলেন, ‘আমার ছেলে যদি প্রেমিক পুরুষ হয়, তাহলে সে মরবে কেন, প্রেমিকাকে রেখে প্রেমিক তো মরে না। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আমার কথা নেয়নি কেন? নতুন তদন্ত হোক।’

গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা এবং লন্ডন সময় বিকেল ৪টায় ছেলে সালমান হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন নীলা চৌধুরী। গত ২৪ ফেব্রুয়ারি চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই প্রতিবেদনে সন্তুষ্ট নন সালমান শাহর মা। প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমান হত্যার বিচার চেয়েছেন তিনি। নীলা চৌধুরী বলেন, ‘২৪ বছর ধরে ছেলে হত্যার বিচার চেয়ে নিগৃহীত হচ্ছি। আমার ছেলেকে হত্যার বিচার পাচ্ছি না। আমি সালমানের মা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে এই হত্যার বিচার চাই।’

সালমান শাহ ও নীলা চৌধুরী। ছবি: সংগৃহীত
সালমান শাহ ও নীলা চৌধুরী। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনকে দায়সারা উল্লেখ করে বলেন, ‘এই তদন্ত দায়সারা। এটা উদ্দেশ্যপ্রণোদিত, অর্থহীন তদন্ত। সত্যকে আড়াল করার জন্য এই ষড়যন্ত্রমূলক হত্যাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। আমাদের দেওয়া সঠিক তথ্য অনুযায়ী তদন্ত হয়নি। পুলিশের ভাবমূর্তি রক্ষার জন্য এই তদন্ত করা হয়েছে। আমি সঠিক তদন্ত চাই। আমার ছেলের সঙ্গে শাবনূরের সম্পর্ক ছিল না। মিথ্যা এই অভিযোগ আমি মেনে নিতে পারব না। তাদের সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। তাদের কোনো প্রেম ছিল না।’

পিবিআইয়ের করা প্রতিবেদনকে তিনি ‘মনগড়া’ বলে উল্লেখ করেন সংবাদ সম্মেলনে। তদন্ত প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন নীলা চৌধুরী। তিনি বলেন, ‘অর্থহীন কিছু প্রশ্ন তুলে, তদন্ত না করেই তাঁরা বলছেন এটা আত্মহত্যা। সালমান আত্মহত্যা করেনি। আমাদের সাক্ষীর দেওয়া তথ্য অনুযায়ী তাঁরা প্রতিবেদন করেননি। এই মামলায় যাঁদের জিজ্ঞাসা করার কথা ছিল তাঁদের সঙ্গে কথা বলেনি পিবিআই।’

সালমান শাহ। ছবি: নীলা চৌধুরী
সালমান শাহ। ছবি: নীলা চৌধুরী

নীলা চৌধুরীর দাবি, আগে করা পুলিশের প্রতিবেদনকে অনুসরণ করতেই এই প্রতিবেদন দেওয়া হয়েছে। তা না হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তিনি বলেন, ‘পুলিশের করা আগের একই রিপোর্ট দিয়েছে পিবিআই। এটা পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে করা হয়েছে। কিন্তু পুলিশের ভাবমূর্তি রক্ষার চেয়ে আমি মনে করি দেশের ভাবমূর্তি, রাষ্ট্রের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি অনেক বড়। একজন মানুষ মারা গেছে, সেটার সত্য উদ্‌ঘাটন করে পিবিআই চাইলে তাদের অনেক বড় ভাবমূর্তি সৃষ্টি করতে পারত। আমি এই তদন্তে নারাজ। আমার অনুরোধ পিবিআই আবার পুনরায় তদন্ত করে সত্য ঘটনা উদ্‌ঘাটন করবে।’

নীলা চৌধুরী জানান, ৩০ মার্চ এই মামলার রায় দেওয়া হবে। রায়ের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।