রান্নাঘর, আড্ডা আর প্রকৃতির সান্নিধ্যে কেটে গেল

করোনার মহাসংকটে পৃথিবীতে ঈদ এসেছে। চলেও গেছে। তারকাদের কেউ উদ্‌যাপন করেছেন। কেউবা মনে করছেন, বেঁচে থাকাই এখন সবচেয়ে আনন্দের। আবার কারও মতে, করোনার এই তাণ্ডব সারা পৃথিবীর। এসব নিয়ে ভেবে মন খারাপের কিছু নেই।

বেশ কয়েক বছর ধরে ঈদের আগের দুই মাস শুটিংয়ে ভীষণ ব্যস্ত সময় কাটান মোশাররফ করিম। চাঁদরাতেও তাঁকে শুটিং করতে হয়। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী। ঈদের নামাজও বাসায় পড়েছেন।

মোশাররফ করিম বললেন, 'বাসায় ঘনিষ্ঠ দু-একজন আত্মীয় এসেছেন, তাঁদের সঙ্গেই করোনা–পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলে সময় কেটেছে। প্রতিবার চাঁদরাতে শুটিং থাকে, তাই ঈদের দিন ঘুমে কাটে। সেটাই বড় বিনোদন থাকে।'

আগে কিনে রাখা জামা পরেই মেহ্‌জাবীন কাটিয়ে দিয়েছেন এবারের ঈদ। এই দিনে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। কয়েক বছর ধরে টেলিভিশন নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন মেহ্‌জাবীন। এবার ছিল না সেই ব্যস্ততা। বললেন, 'অনেক দিন ঘরে থাকায়, ইউটিউব থেকে রান্না শিখেছি। ঈদের দিনে মুরগির রোস্ট করছি।'

সংগীতশিল্পী কনা ঈদের কয়েক দিন আগে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে যান। ঈদ ওখানেই কেটেছে। জানালেন, এই দুর্যোগে বেঁচে থাকাটাই পরম আনন্দের। তিনি বলেন, 'নতুন জামাকাপড় কিনিনি। অনেক আগের কেনা কিন্তু পরা হয়নি, এমন একটি জামা পরেছি। ঈদের দিন সেমাই, পায়েস ও বিরিয়ানি রান্না করেছি।'

নাঈম ও নাদিয়া
নাঈম ও নাদিয়া

তারকা দম্পতি নাঈম ও নাদিয়ার এবারের ঈদটা ছিল বাসা থেকে ছাদের মধ্যে সীমাবদ্ধ। নাদিয়া বললেন, 'করোনার কারণে আমেরিকায় থাকা ছোট বোন ১১ বছর পর আমাদের সঙ্গে ঈদ করছে। স্বামী (অভিনয়শিল্পী নাঈম), আমার শ্বশুর-শাশুড়ি, পরিবারের সবাই মিলে গল্প, টিভি দেখা, ছাদে গিয়ে প্রকৃতি দেখা—এসবের মধ্য দিয়েই ঈদটা কেটে গেছে।'

ঈদের দিনের প্রথম জামাতে নামাজ পড়ার অভ্যাস নাঈমের। এবার হয়নি। বললেন, 'ঘুম থেকে উঠে বাসায়ই নামাজ পড়েছি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেছি আর ভেবেছি, এবারের ঈদটা কেমন?'

পরীমনি
পরীমনি

করোনার এই সংকটময় সময়েও বন্ধুরা মিলে তাঁর বনানীর বাসায় আড্ডা দিয়েছেন পরীমনি। তাঁর মতে, সারা পৃথিবীর অবস্থা একই। হতাশ হওয়া কিংবা ভেঙে পড়ার কিছু নেই। নিজেকে আনন্দ, ফুর্তির ভেতর রাখতে হবে। তিনিও সেই চেষ্টা করেছেন। পরীমনি জানালেন, ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন। রান্না করেছেন। তাঁর ভাষায়, 'উট আর হরিণ ছাড়া সব ধরনের হালাল মাংস রান্না করেছি, সবাই মিলে খেয়েছি।'

শাওন ও টয়া
শাওন ও টয়া

বিয়ের পর এবারই প্রথম ঈদ টয়া ও শাওনের। করোনার কারণে তা উদ্‌যাপন করা হয়নি। চাঁদরাত পর্যন্ত দুজন শুটিংয়ে ব্যস্ত ছিলেন। টয়া বললেন, 'ঈদের আগে সাত দিনে ঘরে বসে চারটি নাটক ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করেছি। তাই ঈদের পুরো দিনই দুই বাসায় ঘুমিয়ে কাটিয়েছি দুজন। কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঈদের কোনো আমেজই ছিল না।'

পুরোনো একটি সালোয়ার-কামিজ পরে ঈদ উদ্‌যাপন করেছেন বলে জানিয়েছেন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'খ্যাত ঐশী। তিনি বলেন, 'এবার তো আনন্দের ঈদ নয়। তাই ঘরে থাকা পুরোনো জামা পরেছি। ঈদের দিন ফিরনি রান্না করেছি।'

করোনার কারণে দুই মাস ধরে বাসায় ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা। তাই ঈদের কেনাকাটা করা হয়নি, ইচ্ছাও ছিল না তাঁর। তবে উপহার পাওয়া কয়েকটি নতুন জামা থেকে পছন্দ করে ঈদে একটা পরেছেন। ঈদের দিন লম্বা সময় ধরে মায়ের সঙ্গে রান্নাঘরে ছিলেন তিশা।