কেন ফিরছেন না আনুশকা
২০১৮ সালে জিরো ছবিতে শেষ অভিনয় করেন আনুশকা শর্মা। মাঝে ২০২০ সালে আংরেজি মিডিয়াম ছবিতে একটি গানে তাঁকে দেখা যায়। এরপর আর তাঁর দেখা নেই। নতুন ছবির কথাও শোনা যাচ্ছে না। আনুশকা ভক্তরা রুপালি পর্দা থেকে দূরে থাকার কারণ জানতে উদ্গ্রীব ছিলেন। সম্প্রতি সে কারণ জানালেন এই বলিউড অভিনেত্রী।
গ্র্যাজিয়া সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়েছেন আনুশকা শর্মা। সেখানেই জানা গেল তাঁর সিনেমা থেকে দূরে থাকার কারণ। আনুশকা বলেন, ‘একজন সৃজনশীল মানুষ হিসেবে আপনাকে অবশ্যই নিশ্বাস নেওয়ার একটা জায়গা দিতে হবে।’
তাঁর আলাপ থেকে জানা গেল, নিজের কাজ ও মা হওয়া নিয়ে মানসিকভাবে বেশ চাপে ছিলেন এই বলিউড তারকা। এখন তাই কাজ থেকে একটু দূরে থাকছেন। তারপরেই হয়তো আবার রুপালি পর্দায় ফিরবেন তিনি।
ওই সাময়িকীকে আনুশকা শর্মা আরও জানান, সন্তান জন্ম দেওয়ার আগে তিনি মারাত্মক চাপের মধ্য দিয়ে গেছেন। ভয়েও ছিলেন এই হবু মা। কখনো মনে হয়েছিল, সন্তান জন্ম দেওয়ার পর নিজেকে ঘৃণা করতে শুরু করবেন। তাঁর মনে হতো, নিজের শরীর আর আগের মতো থাকবে না। তবে ধীরে ধীরে এসব চাপ থেকে নিজেকে বের করে এনেছেন আনুশকা। বিশেষ করে মা হওয়ার আগের মুহূর্তগুলোতে তাঁকে মানসিকভাবে যথেষ্ট সাহায্য করেছেন স্বামী বিরাট কোহলি। মহামারির কারণে তখন কোনো খেলায় অংশ নেননি বিরাট।
চলতি বছরের জানুয়ারিতে আনুশকা ও বিরাটের ঘর আলো করে আসে মেয়ে ভামিকা। মেয়েকে নিয়ে তাঁদের দিন কাটছে বেশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য ও ট্রল থেকেও নিজেদের বাঁচিয়ে চলতে হচ্ছে। অনলাইনের নেতিবাচক প্রভাব যাতে শৈশবেই সন্তানের ওপর না পড়ে, সেদিকেও কড়া নজর রাখছেন তাঁরা। সম্প্রতি ভামিকাকে নিয়ে অশালীন মন্তব্য করেন এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে।