ভারতের আগে মাত্র তিনটি দেশ চাঁদে রোভার পাঠাতে পেরেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন। ভারত চতুর্থ দেশ হিসেবে এই কীর্তি স্থাপন করে রেকর্ড বুকে নাম তুলল।
একের পর এক মহাকাশ পরীক্ষায় ভারত সফল হচ্ছে। সর্বশেষ চাঁদে সফলভাবে চন্দ্রযান ২ যাত্রা শুরু করল আজ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, আজ ২২ জুলাই অন্ধ্র প্রদেশ থেকে স্থানীয় সময় বেলা ২টা ৪৩ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছে এই চন্দ্রযান।
এর আগে ২০০৮ সালে ভারত প্রথম মহাকাশযান চন্দ্রযান ১ উৎক্ষেপণ করেছিল বটে। তবে এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেনি। চন্দ্রযান ১ রাডার ব্যবহার করে চাঁদে পানির খোঁজ চালিয়েছিল।
চন্দ্রযান ২ চাঁদের এমন এক অংশে অভিযান চালাবে, যেখানে খুব কম মহাকাশযানই পৌঁছাতে পেরেছে। এখন পর্যন্ত যতগুলো চন্দ্রযান চাঁদে গেছে, সেগুলোর বেশির ভাগই চাঁদের উত্তর মেরুতে অবতরণ করেছে। চন্দ্রযান ২–ই প্রথম, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। উদ্দেশ্য, চাঁদে পানি ও খনিজ পদার্থের খোঁজ করা। তা যদি মেলে, তবে কি রণবীর কাপুর, আলিয়া ভাটরা চাঁদে গিয়ে সিনেমার শুটিং করবেন? নাচবেন, গাইবেন আর মারামারি করবেন?
কে জানে, একদিন হয়তো সেই দিনটাও চলে আসবে। যা হোক, বলিউড তারকারা চন্দ্রযান ২ এর যাত্রায় যারপরনাই উচ্ছ্বসিত, গর্বিত। সেপ্টেম্বরে এই যান চাঁদের মাটি স্পর্শ করবে। নিঃসন্দেহে মহাকাশ গবেষণায় এটি একটি বড় অর্জন ভারতের। আর ভারতের অন্য সবার সঙ্গে এই সফল অভিযান উদযাপন করছে বলিউড তারকারাও। তাঁদের মধ্যে রয়েছেন ‘মিশন মঙ্গল’ ছবির অক্ষয় কুমারসহ আরও অনেক বলিউড তারকা। কী বললেন তাঁরা?
করণ জোহর
প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পী করণ জোহর টুইটারে লিখেছেন, ‘আমরা যাঁরা বেঁচে আছি আর এই গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, আমরা আসলে খুবই ভাগ্যবান। এটাই পৃথিবীর ইতিহাসের প্রথম চন্দ্র অভিযান, যেটি দুজন নারীর পরিচালনায় সম্ভব হলো।’
শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ খান ইসরো দলকে অভিনন্দন জানিয়েছেন নিজের ১৯৯৭ সালের ছবি ‘ইয়েস বস’–এর গান দিয়ে। তিনি টুইট করেছেন, ‘চাঁদ, তারা সবখানেই আমরা পৌঁছে যাব। পৃথিবীর সমস্ত কোণ স্পর্শ করব। আর এই স্বপ্নকে সত্যি করতে দরকার ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর বিশ্বাস। ইসরোর তা করে দেখিয়েছে। চন্দ্রযান ২ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার অভিনন্দন।’
অক্ষয় কুমার
‘মিশন মঙ্গল’ ছবির মূল অভিনেতা টুইটারে লিখেছেন। ‘ইসরো আবারও পর্বতসম একটি অর্জনে সফল হলো। পুরো দলটাকে আমার সালাম। যাঁদের অবিরাম প্রচেষ্টায় এই গৌরবময় মুহূর্ত পেল ভারত।’
বিদ্যা বালান
‘মিশন মঙ্গল’ ছবির আরেক কুশীলব বিদ্যা বালান লিখেছেন, ‘যদি লক্ষ্য থাকে অটুট, তবে বিজয় আসবেই। সেটা আরও একবার প্রমাণ করে দেখাল ইসরো।’
একতা কাপুর
প্রযোজক একতা কাপুর চন্দ্রযাত্রার ওই মুহূর্তের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইসরো আমাদের গর্ব। মজার ব্যাপার হলো, ভারত ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর, সোমবার মঙ্গলে সফলভাবে যান পাঠিয়েছিল। আর ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার এই যান গিয়ে পৌঁছাবে চাঁদে। তাঁরা জ্যোতির্বিদ্যা আর মহাকাশবিদ্যার মিলন ঘটাচ্ছে। মহাকাশও আমরাই শাসন করব।’
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘আজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গর্বের দিন। এ প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন দুজন নারী। এই নারীরা মহাকাশেও ভারতকে ক্ষমতাবান করেছেন। আমি তাঁদের সবাইকে নিয়ে গর্বিত।’
বিবেক ওবেরয়
বলিউড তারকা বিবেক ওবেরয়ও চন্দ্রযানের যাত্রা শুরুর মুহূর্তটি শেয়ার করে লিখেছেন, ‘এবং... আমরা চাঁদে যাওয়ার যাত্রা শুরু করলাম। আজ মহাকাশের ইতিহাসে আমরা নতুন অধ্যায় লিখলাম। এই যাত্রার সার্বিক সফলতা কামনা করছি।’
নিভিন পাউলি
মালায়াম ছবির জনপ্রিয় অভিনেতা নিভিন পাউলি লিখেছেন, ‘এভাবেই কোটি স্বপ্ন উড়াল দিল আকাশে। এ প্রজেক্টের সঙ্গে যুক্ত সব বিজ্ঞানীকে তাঁদের অসংখ্য রাত উৎসর্গ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত।’
আথিয়া শেঠি
বলিউড তারকা আথিয়া শেঠি লিখেছেন, ‘একটা অবিশ্বাস্য মুহূর্ত। যাঁরা এই স্বপ্ন দেখেছেন আর শুধু দেখেই ক্ষান্ত থাকেননি, তা সত্যি করেছেন, তাঁদের জন্য আমি গর্বিত।’
মধুর ভান্ডারকর
চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মধুর ভান্ডারকরও চন্দ্রযান ২–এর সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েছেন ভারত ও ইসরো দলকে।