বলা হয় ‘বিতর্কিত বলিউড তারকা’, আজ তাঁর জন্মদিন

পর্দার তারকা থেকে রাজনীতিবিদ—যে কারও ঘুম কেড়ে নিতে এক তিনিই যথেষ্ট। দিনের পর দিন তাঁর নিশানায় ছিলেন বলিউড তারকারা। গত বছর থেকে দুঁদে রাজনীতিবিদদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছেন এ বলিউড নায়িকা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানা বিতর্কিত মন্তব্য করেও আলোচনায় ছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে চলুন দেখি তাঁর নানা মুহূর্তের ছবি।

১ / ২০
বলিউডে প্রথম ‘স্বজনপোষণ’ নিয়ে ঝড় তুলেছিলেন তিনি। এ বলিউড নায়িকা ২০১৭ সালে পরিচালক করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে তাঁকেই রীতিমতো কোণঠাসা করেছিলেন। করণ বলিউডের স্বজনপোষণ নীতির ধারকবাহক বলে তিনি অভিযোগ করেন
ছবি:ইনস্টাগ্রাম
২ / ২০
একসময় নাকি বলিউড থেকে কুকুরের মতো ব্যবহার পেয়েছেন—এমন অভিযোগ করেছিলেন তিনি
ছবি:ইনস্টাগ্রাম
৩ / ২০
এক সাক্ষাৎকারে এ বলিউড নায়িকাকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডে প্রতিষ্ঠিত হতে তাঁকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে? এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হতো’
ছবি:ইনস্টাগ্রাম
৪ / ২০
নিজের জীবনের অন্ধকার দিকগুলো প্রকাশ্যে আনতে কুণ্ঠাবোধ করেন না তিনি
ছবি:ইনস্টাগ্রাম
৫ / ২০
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকের গভীর যোগসাজশ প্রকাশ্যে আসার পরই এক বিস্ফোরক টুইট করেন এ বিটাউন–কন্যা।  টুইট করে বলেন, ‘আমি তখন নাবালিকা ছিলাম। আমার মেন্টর এতটাই ভয়ংকর হয়ে উঠেছিলেন যে উনি আমার পানীয়ের মধ্যে ড্রাগ মিশিয়ে দিতেন, যাতে আমি পুলিশের কাছে যেতে না পারি। সফলতা পাওয়ার পর বলিউডের নামজাদা ফিল্মি পার্টিতে যাওয়ার প্রবেশাধিকার পাই আমি। তখনই আমার পরিচয় হয় বলিউডের জৌলুশের আড়ালে লুকিয়ে থাকা মাদক, মাফিয়ার মতো ভয়ানক দুনিয়ার সঙ্গে’
ছবি:ইনস্টাগ্রাম
৬ / ২০
আজ ২৩ মার্চ তাঁর জন্মদিন। ৩৫ ছুঁলেন তিনি
ছবি:ইনস্টাগ্রাম
৭ / ২০
তিনি বলিউড তারকা কঙ্গনা রনৌত
ছবি:ইনস্টাগ্রাম
৮ / ২০
হিমাচল প্রদেশের মান্ডি জেলার ভম্বলায় জন্ম কঙ্গনার। মা–বাবা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। কিন্তু কঙ্গনা নিজের পছন্দের বাইরে যেতে চাননি
ছবি:ইনস্টাগ্রাম
৯ / ২০
দিল্লিতে গিয়ে মডেলিং শুরু করেন তিনি। এরপর থিয়েটারে নাম লেখান। অভিনয় প্রশংসা পাওয়ার পর মুম্বাইতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ২০
কঙ্গনা রনৌত
ছবি:ইনস্টাগ্রাম
১১ / ২০
২০০৬ সালে প্রথম বাঙালি পরিচালক অনুরাগ বসুর হাত ধরে বলিউডে অভিষেক হয় কঙ্গনার। ছবির নাম ছিল ‘গ্যাংস্টার’। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবির মালকিন এখন বলিউডের একচ্ছত্র কুইন
ছবি:ইনস্টাগ্রাম
১২ / ২০
ব্যক্তিগত, পারিবারিক বা আশপাশে যা–ই ঘটুক না কেন, নিজের অভিনীত চরিত্র নিয়ে একচুলও ছাড় দেন না কঙ্গনা রনৌত। চরিত্রের প্রয়োজনে কঠোর পরিশ্রম করেন তিনি
ছবি:ইনস্টাগ্রাম
১৩ / ২০
কঙ্গনা রনৌত
ছবি:ইনস্টাগ্রাম
১৪ / ২০
টুইটার কর্তৃপক্ষ বন্ধ করেছে তাঁর অ্যাকাউন্ট
ছবি:ইনস্টাগ্রাম
১৫ / ২০
অনলাইনে যেকোনো ইস্যুতে বিতর্কের ঝড় তোলার জুড়ি নেই
ছবি:ইনস্টাগ্রাম
১৬ / ২০
বেফাঁস মন্তব্য করে আলোচনায় থাকার ব্যাপারে নামডাক আছে পদ্মশ্রী ও জাতীয় পুরস্কারজয়ী কঙ্গনার
ছবি:ইনস্টাগ্রাম
১৭ / ২০
জন্মদিনে এ ছবিটি শেয়ার করেছেন তিনি
ছবি:ইনস্টাগ্রাম
১৮ / ২০
কঙ্গনার ঝুলিতে রয়েছে ভারতের চারটি জাতীয় পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
ছবি:ইনস্টাগ্রাম
১৯ / ২০
২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন
ছবি:ইনস্টাগ্রাম
২০ / ২০
কঙ্গনা রনৌত
ছবি:ইনস্টাগ্রাম