মারা গেছেন পাকিস্তানি কমেডিয়ান উমর শরিফ

উমর শরিফ
ইনস্টাগ্রাম

মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় কমেডিয়ান উমর শরিফ। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। গতকাল শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যম তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাকিস্তানের বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানি অভিনেতা আসাদ সিদ্দিকী টুইটারে লিখেছেন, ‘কিংবদন্তি, তিনি কমেডিয়ানদের রাজা। তাঁকে সব সময় স্মরণ করা হবে। তাঁর কারণেই আজকে অনেক কমেডিয়ান প্রতিষ্ঠিত। ভাষা হারিয়ে ফেলেছি।’

উমর শরিফের মৃত্যুতে পাকিস্তানের বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে
সংগৃহীত

পাকিস্তানি বলিউড অভিনেতা আলি ফজল টুইটারে লিখেছেন, ‘উমর শরিফ সাহেবের মৃত্যু একটি বিশাল ক্ষতি। আমার ভাষা হারিয়ে ফেলেছি। তাঁর পরিবারের সবার শান্তি কামনা করি।’

উমরের মৃত্যুতে ভারতীয় কমেডিয়ান কপিল শর্মাও শ্রদ্ধা জ্ঞাপন করেন। কপিল লিখেছেন, ‘বিদায় কিংবদন্তি, তাঁর আত্মার শান্তি কামনা করি।’

উমর শরিফের মৃত্যুর খবরে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারও।

মঞ্চ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু উমর শরিফের।
ইনস্টাগ্রাম

বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন এই কৌতুকাভিনেতা। গুরুতর অসুস্থ হয়ে গত মাসে পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাঁকে ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়।

১৪ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন উমর শরিফ। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়ে যাত্রা শুরু। তিনি সব থেকে জনপ্রিয়তা পান গত শতকের আশির দশক থেকে নব্বই দশকের মধ্যে। তাঁর দুটি মঞ্চনাটক ‘বকরা কিস্তোঁ পার’ ও ‘বুড্ডা ঘর পে হ্যায়’ পুরো পাকিস্তানজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। এই দুই নাটকের অডিও ক্যাসেটও বের করা হয়। লাহোরের ঘরে ঘরে সেসব ক্যাসেট শোনা হতো। এমনকি করাচিতে মিনিবাসে এই ক্যাসেট চালানো হতো।

উমর শরিফ চলচ্চিত্র বিষয়েও পড়ালেখা করেন। লাহোরে অভিনেতা ও পরিচালক হিসেবে কাজ করেন। তাঁর অভিনীত অন্যতম ছবি ‘মি. ৪২০’। পরে তিনি তাঁর জন্মশহর করাচিতে চলে যান। সেখানে মঞ্চে কাজ করেন। টেলিভিশন চ্যানেলে টক শো পরিচালনা করতেন।