অবশেষে আশা পূরণ হচ্ছে
প্রথমে সিনেমা, পরে টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান শিল্পা শিরোদকর। পর্দায় তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, আমির খানের সঙ্গে। তাঁকে দেখা গেছে অক্ষয় কুমার, গোবিন্দ, চাঙ্কি পান্ডে, সুনীল শেঠির সঙ্গেও। তবে একজনের সঙ্গে তাঁর অভিনয়ের ইচ্ছা অপূর্ণ ছিল। এবার সেটা পূরণ হতে যাচ্ছে। কে এই তারকা? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
এই অভিনেতা আর কেউ নন, সালমান খান। শিল্পা শিরোদকরের ইচ্ছা ছিল সালমানের সঙ্গে কাজ করার। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।
তবে সিনেমায় নয়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৮তম সিজনে দেখা যাবে সালমান ও শিল্পাকে।
নব্বইয়ের দশকে শিল্পা বলিউডে ‘সোনার মেয়ে’র তকমা পেয়েছিলেন। নাচ, অভিনয় আর গ্ল্যামার তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল। মাঝের সময়ে লম্বা বিরতি।
২০১৩ সালে শিল্পা ছোট পর্দায় হিন্দি ধারাবাহিক ‘এক মুঠ্ঠি আসমান’-এ অভিনয় করেন। ‘কমলা বাই’ চরিত্রে যথারীতি তিনি আলাদা করে সবার নজর কাড়েন।
৫৪ বছরেও যে তাঁর জৌলুশে ভাটা পড়েনি, প্রমাণ তাঁর সাম্প্রতিক স্থিরচিত্র। সদ্য প্রকাশ্যে আসা ঝলকও সে কথাই বলছে।