আমির খানের ৬০ বছর, ‘সিনেমার জাদুকর’কে নিয়ে থাকছে বিশেষ আয়োজন

মুম্বাইয়ে গতকালের অনুষ্ঠানে আমির খান। এএফপি

১৪ মার্চ ৬০ বছরে পা দিতে চলেছেন বলিউড তারকা আমির খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে এবার থাকছে ভারতজুড়ে বিশেষ আয়োজন। সে কথা জানাতেই গতকাল মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। খবর হিন্দুস্তান টাইমসের
১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। এই বিশেষ উদ্‌যাপনের নাম, ‘আমির খান: সিনেমা কা জাদুকর’।

গতকাল এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হলো?

মুম্বাইয়ে গতকালের অনুষ্ঠানে আমির খান। এএফপি

এরও জবাব রয়েছে। জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় আমিরের। একইভাবে ফারহান আখতারের প্রথম ছবিও আমিরের সঙ্গে। অভিনেতা সম্পর্কে বলতে গিয়ে জাভেদ বলেন, তিনি কিছুতেই ‘দঙ্গল’ ছবির কথা ভুলতে পারেন না। যেখানে বয়সের আগেই আমির এ ছবিতে বয়োবৃদ্ধ পিতা। তিন কন্যার অভিভাবক। আমিরের সব ছবির মধ্যে বর্ষীয়ান চিত্রনাট্যকার তাই এ ছবিকে এগিয়ে রাখবেন।

আমির খান এমন একটা সময় ৬০ বছরে পা রাখতে যাচ্ছেন, যখন বলিউডের সিনেমা ব্যবসা ক্রমে নিম্নমুখী। এদিনের আয়োজনে তাই হিন্দি সিনেমার দুরবস্থা নিয়েও প্রশ্ন করা হয়েছিল এই বলিউড তারকাকে।

আমির খান। এএফপি

দক্ষিণি ছবির সাফল্যের নেপথ্যে আবেগকে চিহ্নিত করেছেন আমির। তাঁর মতে, দক্ষিণি নির্মাতারা তাঁদের গল্পে আবেগকে প্রাধান্য দেন, যেটা বলিউডের পরিচালকেরা ভুলে গেছেন। আমির বলেন, ‘বলিউডের পরিচালক ও কাহিনিকারেরা তাঁদের শিকড়কে ভুলে গেছেন। আবেগ ও অনুভূতি নানা রকমের হতে পারে। সংখ্যাগরিষ্ঠ দর্শক আবেগ পছন্দ করেন। কিন্তু বলিউড আবেগকে প্রাধান্য দিচ্ছে না।’

আমিরের মতে, জীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে বলিউড কথা বলতে চাইছে। কিন্তু সেখানে জোর দেওয়া হচ্ছে সূক্ষ্ম অনুভূতির ওপর। উদাহরণ হিসেবে অভিনেতা হিংসার সঙ্গে সন্দেহ—দুই অনুভূতির তুলনা টেনেছেন তিনি।

আরও পড়ুন

আমিরের মতে, দক্ষিণি ইন্ডাস্ট্রি একক হলের দর্শকদের কথা মাথায় রেখে অনেক ছবি তৈরি করে। সেখানে বলিউড এখন বেশি জোর দিচ্ছে মাল্টিপ্লেক্সের দর্শকের ওপর।
আমির এ মুহূর্তে তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জামিন পার’-এর মুক্তি নিয়ে ব্যস্ত। পাশাপাশি তাঁর প্রযোজিত ছবি ‘লাহোর ১৯৪৭’-এর প্রস্তুতিও শুরু হয়েছে।