এখন তিনি ৫০০ কোটি টাকার মালিক

ভারতীয় চলচ্চিত্রে চার দশকের বেশি সময় ধরে তাঁর রাজত্ব। তিনি অভিনেতা হিসেবে প্রচলিত অভিনয়ের নিয়ম মানেন না। অভিনয়ের নিজস্ব অভিনয়শৈলী ভক্তদের কাছে তুমুল আলোচিত। তাঁকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। চিরসবুজ এই অভিনেতার নাম রজনীকান্ত। আজ ১২ ডিসেম্বর তাঁর ৭৩তম জন্মদিন।
১ / ৭
এ অভিনেতার অভিনয়ের শুরুটা ছিল অবাক করার মতো। কারণ, তিনি ছিলেন বাসের কন্ডাক্টর। সেখান থেকে চলে এলেন অভিনয়ে।
২ / ৭
গায়ের রং এবং তাঁর উচ্চতা কম থাকায় অনেকেই কটাক্ষ করেছেন।বঞ্চনা সহ্য করতে হয়েছে। তুচ্ছার্থে কেউ কেউ এটাও বলেছিলেন, ‘অভিনেতা হতে পারবেন না।’
এএনআই
৩ / ৭
অভিনয়ের শুরুটা তেমন মসৃণ ছিল না। ১৯৭৫ সালে ‘অপূর্ব রাগানগাল’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট্ট, সে কারণে তাঁর দিকে কারও চোখ পড়েনি।
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
একসময় তাকে খলচরিত্রেও দেখা যায়। শুরু থেকে টানা পাঁচ বছর নিয়মিত অভিনয় করেন। কিন্তু কোনো ভাবেই অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পৌঁছাতে পারছিলেন না।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
আশির দশকের শেষ দিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বিজয়’ ছবিতে অভিনয় করেন। পরে ‘আন্ধা কানুন’, ‘চালবাজ’ এবং ‘হাম’ সিনেমার চরিত্রগুলো তাঁকে স্থায়ীভাবে তামিল সুপারস্টার বানিয়ে দেয়। হয়ে ওঠেন ভক্তদের কাছে জনপ্রিয়।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
এই অভিনেতা ও প্রযোজক প্রথম ভারতের অ্যানিমেশন ও থ্রিডি সিনেমায় নাম লেখান। তাঁর সিনেমা দেখতে গভীর রাত পর্যন্ত দর্শকেরা সিনেমা হলের সামনে ভিড় করেন। কখনো স্কুলে ছুটি ঘোষণা করা হয়। তাঁর সিনেমাকে ঘিরে রাজ্য জুড়ে উৎসবে পরিণত হওয়ার খবরও শোনা গেছে।
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
অভিনয়ের শুরুতে অনেক কথা সহ্য করতে হয়েছে রজনীকান্তকে। কিন্তু কখনোই হাল ছাড়েননি। অভিনয় তাকে অর্থ, সম্মান, পুরস্কার সব দিয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশি মুদ্রায় ৫০০কোটি টাকার মালিক। ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন