ইমরান হাশমির সঙ্গে অভিনয় করে রাতারাতি আলোচনায়, কে এই বার্তিকা

ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ ছবি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি। সুপর্ণ এস ভর্মা পরিচালিত ছবিটি ২০২৫ সালের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে ইমরান ও ইয়ামির পাশাপাশি নজর কেড়েছেন নতুন মুখ বার্তিকা সিং। ইন্ডিয়াডটকম অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত—

১ / ৭
চলচ্চিত্রে পা রাখার আগেই মডেলিং জগতে পরিচিত নাম ছিলেন বার্তিকা সিং। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ৬৮তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
মডেলিংয়ের পাশাপাশি দাতব্য কাজেও সক্রিয় বার্তিকা। ২০১৮ সালে তিনি ‘পিওর হিউম্যানস’ নামের একটি অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেন। এ ছাড়া যক্ষ্মা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উত্তর প্রদেশ সরকারের সঙ্গেও কাজ করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
বার্তিকা লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
বিনোদনজগতে বার্তিকার যাত্রা শুরু হয় মিউজিক ভিডিওর মাধ্যমে। ২০১৭ সালে কুণাল খেমুর সঙ্গে তাঁকে দেখা যায় ‘সাওয়ারে’ গানে, যেখানে গানটি গেয়েছিলেন অনুপম রাগ ও রাহাত ফতেহ আলী খান। এরপর ২০১৯ সালে আশ কিং ও কারানের গাওয়া ‘কিশমিশ’ গানে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
‘হক’ ছবিতে বার্তিকা অভিনয় করেছেন সাইরা জাহান চরিত্রে। তিনি মোহাম্মদ আব্বাস খানের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়, যে চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ৬. নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এএনআইকে বার্তিকা বলেন, ‘প্রথম ছবিতেই এত ভালোবাসা পাওয়া অনেক বড় ব্যাপার।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ৭
‘হক’ সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৮৫ সালের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়—মোহাম্মদ আহমেদ খান বনাম শাহ বানু বেগম মামলা অবলম্বনে। এই রায় ভারতের নারীর অধিকার ও ভরণপোষণ আইন নিয়ে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
গত ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে মাঝারি সাফল্য পেয়েছে ‘হক’। বিশ্বজুড়ে ছবিটির আয় আনুমানিক ৩০ কোটি রুপি, বর্তমানে ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে