‘পাঠান’ দেখার জন্য যে কাণ্ড করলেন ‘ছোটা ভাইজান’

বয়স ১৯। উচ্চতা ৩ ফুট ১ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি গায়ক হিসেবে তাঁর নাম উল্লেখ করা হয়। বলিউড সুপারস্টার শাহরুখ খানের অন্ধভক্ত এই তরুণ। এবার নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখানে কার নাম বলা হচ্ছে। ‘বিগ বস ১৬’-এর শুরুর দিন থেকে তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক অব্দু রোজিকের নাম সবার মুখে মুখে। এই তারকা গায়ক এবার তাঁর প্রিয় তারকা শাহরুখ খানের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য অভিনব উপায় বেছে নিয়েছেন।
‘বিগ বস ১৬’-এর মাঝপথে ছিটকে গিয়েছিলেন অব্দু রোজিক। কিন্তু তাতেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ছোট্টোখাট্টো, গোলগাল, আদুরে দেখতে অব্দু রোজিক সবার হৃদয়ে অনায়াসে জায়গা করে নিয়েছেন। তাঁকে এখন বলিউডের ‘ছোটা ভাইজান’ বলা হয়।

জানা গেছে, সালমান খানের আগামী ছবি ‘কিসি কি ভাই কিসি কে জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে অব্দু রোজিকের।

অব্দু রোজিকের জনপ্রিয়তা শুধু তাজিকিস্তানেই সীমাবদ্ধ নয়; সারা দুনিয়ায় আছে তাঁর অসংখ্য অনুরাগী

এই সংগীতশিল্পী সম্প্রতি এমন এক কাণ্ড করলেন, যার কারণে এখন আবার খবরে তিনি। কিং খানের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ দেখার জন্য অব্দু রোজিক মুম্বাইয়ের এক গোটা থিয়েটার বুক করেছিলেন। আর একা একা তিনি এই ছবি উপভোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তাঁকে ‘ঝুমে জো পাঠান’ গানের সঙ্গে নাচ করতেও দেখা গেছে। এমনকি শাহরুখ-দীপিকার এই গানের তালে অব্দু রোজিককে হুক স্টেপ করতেও দেখা গেছে।

ভিডিওতে অব্দু রোজিকের চোখ–মুখ দেখে বোঝা যাচ্ছে এই ছবি তিনি দারুণ উপভোগ করেছেন। থিয়েটারের ভেতর থেকে লাইভ করেছিলেন তাজিকিস্তানের এই তারকা গায়ক।

‘বিগ বস ১৬’-এর মাঝপথে ছিটকে গিয়েছিলেন অব্দু রোজিক

ভিডিওতে তিনি তাঁর প্রিয় তারকা শাহরুখের উদ্দেশে বলেছেন, ‘শাহরুখ স্যার, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি “পাঠান” দেখার জন্য পুরো থিয়েটার বুক করে ফেলেছিলাম। ভরপুর মজা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।’

শাহরুখ ভক্তরা আশাবাদী যে অব্দু রোজিকের ডাকে তিনি নিশ্চয় সাড়া দেবেন। কিং খান কখনোই অব্দুর হৃদয় ভাঙবেন না। তিনি অবশ্যই এই গায়কের সঙ্গে দেখা করবেন বলে ভক্তরা মনে করেন।

শাহরুখ ও দীপিকা
ছবি: সংগৃহীত

অব্দু রোজিকের জনপ্রিয়তা শুধু তাজিকিস্তানেই সীমাবদ্ধ নয়; সারা দুনিয়ায় আছে তাঁর অসংখ্য অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গায়কের অনুসারীর সংখ্যা বড় তারকার তুলনায় কোনো অংশে কম নয়।

আরও পড়ুন
আরও পড়ুন