সত্যিই কি হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেম করতেন এই অভিনেত্রী
ভারতে ক্রিকেট আর বলিউড যেন হাত–ধরাধরি করে চলে। ক্রিকেট আর বলিউড অভিনেত্রীর প্রেম এখানে সাধারণ ঘটনা। একটা সময় অভিনেত্রী এশা গুপ্ত ও ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রেম নিয়ে বিস্তর চর্চা চলছে। কিন্তু সত্যিই কি তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল? সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
শুরুতেই এশা স্বীকার করে নেন যে হার্দিকের সঙ্গে একটা সময় তাঁর যোগাযোগ ছিল। তিনি বলেন, ‘হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আমরা কথা বলছিলাম। আমি মনে করি না আমরা ডেটিং করছিলাম, কিন্তু হ্যাঁ, আমরা কয়েক মাস ধরে কথা বলছিলাম।’
এশাকে এরপর যখন প্রশ্ন করা হয়, কোনোভাবে তাঁদের মধ্যে প্রেম হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? অভিনেত্রী বলেন, ‘হয়তো ছিল। তবে সময় ও পরিস্থিতি তো এক থাকে না। তবে আমাদের মধ্যে এ কারণে কোনো তিক্ততা তৈরি হয়নি। কয়েক মাস কথা হয়েছিল। তারপর তা শেষ হয়।’
এশা সবশেষ ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’-এ ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রে অভিনয় করেছিলেন। জানা গেছে বহুল চর্চিত ‘হেরা ফেরি ৩’ ছবিতে তাঁর অভিনয়ের কথা রয়েছে। যদিও সে খবর এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এশা গুপ্ত বর্তমানে স্পেনের নাগরিক ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের সঙ্গে প্রেম করছেন। ২০২৩ সালে আইফা অ্যাওয়ার্ডসসহ বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে। অন্য দিকে, গত বছরই বিয়ে ভেঙেছে হার্দিকের।