শেফালির মৃত্যুর ৯ দিন পর কী লিখলেন তাঁর স্বামী
গত ২৭ জুন চলে গেছেন মডেল, সংগীতশিল্পী শেফালি জরিওয়ালা। তাঁর মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন স্বামী পরাগ ত্যাগী। অশ্রুসিক্ত চোখে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন। এবার শেফালির সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেন পরাগ।
শেফালিকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চান বলে লিখেছেন পরাগ। আজ রবিবার শেফালির সঙ্গে একগুচ্ছ শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতিবার তোমাকেই ভালোবাসব। তোমাকেই শুধু ভালোবেসে যাব।’
পরাগের এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরাও। কিছুদিন আগেও স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন তিনি। পরাগ লিখেছিলেন, ‘“কাঁটা লগা”র জন্য চিরকাল মনে রাখা হবে ওকে। কিন্তু ওকে আমরা যে ভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিশিখা যেন ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে অবিচল।’
বন্ধু হিসেবেও শেফালি দারুণ ছিলেন। তাঁর কথায়, ‘ওর ঔজ্জ্বল্যে সবাই আলোকিত হতো। তাঁর জীবনযাপন প্রেরণা জোগাত।’
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া