১৫০ অনাথ শিশু দত্তক নিলেন এই অভিনেতা

রাঘব লরেন্স
ফেসবুক

মানবিক কাজের জন্য আগে থেকেই পরিচিত দক্ষিণি অভিনেতা রাঘব লরেন্স। প্রায় সময়ই বিভিন্ন মানবিক কাজে দেখা যায় তাঁকে। এরই ধারাবাহিকতায় এবার ১৫০ জন অনাথ শিশুকে দত্তক নিলেন তিনি। এই শিশুদের ভরণপোষণের পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি। টুইট করে সংবাদটি নিজেই প্রকাশ করেছেন অভিনেতা রাঘব। খবর পিঙ্কভিলার

নতুন সিনেমার গান প্রকাশ উপলক্ষে রাঘব লরেন্সের আসন্ন কাজটি করেছেন।

শিশুদের সঙ্গে এ ছবিটি পোস্ট করেন রাঘব লরেন্স
ফেসবুক

গান প্রকাশ অনুষ্ঠান থেকে দত্তক নেওয়া শিশুদের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেন রাঘব। ক্যাপশনে লিখেন, ‘আপনাদের সঙ্গে আমার আনন্দের খবরটি ভাগ করে নিতে চাই। “রুধরান” সিনেমার অডিও প্রকাশ উপলক্ষে আমি ১৫০ জন শিশুকে দত্তক নিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। আপনাদের দোয়া চাই।’

তাঁর এই পোস্টের কমেন্টে অনেকেই তাঁর এই মানবিক কাজের জন্য প্রশংসা করেছেন। শুধু ভক্তরাই তাঁর প্রশংসা করেননি, অনেক তারকাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণি তারকা আল্লু অর্জুনও তাঁর এমন কাজে মুগ্ধ হয়েছেন। অভিনেতার পোস্ট করা ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে আল্লু অর্জুন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন লরেন্স। অনেক শিশুর স্কুলের জন্য অর্থ প্রদান, হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার ইত্যাদি কাজে সহযোগিতা করেছে তাঁর দাতব্য প্রতিষ্ঠান লরেন্স চ্যারিটেবল ট্রাস্ট।

আরও পড়ুন

আজ রাঘব লরেন্স অভিনীত তামিল সিনেমা ‘রুধরান’ মুক্তি পেয়েছে। থ্রিলার ঘরানার এই ছবিতে রাঘবের বিপরীতে দেখা যাবে প্রিয়া ভবানী শংকরকে। মুক্তির আগেই সিনেমাটি আইনি ঝামেলায় পড়েছিল। কিছু আর্থিক লেনদেনের কারণে মাদ্রাজ হাইকোর্ট এই ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই ঝামেলা এড়িয়ে আজ মুক্তি পেয়েছে সিনেমাটি।