দেখে নিন হিনা খানের বিয়ের ১০ ছবি

গতকাল বুধবার বিয়ে করলেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গতকাল বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে সুখবরটি জানান অভিনেত্রী নিজেই। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—

১ / ১০
স্তন ক্যানসার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে কেমোথেরাপির কষ্ট, কাজে ফেরার আকুলতা—সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তবে হিনার এ কঠিন সময়ে সব সময় তাঁর পাশে ছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’তে হিনা খান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ‘অক্ষরা সিংহানিয়া’র চরিত্রে অভিনয় করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। এই চরিত্রের জন্য তিনি বহু পুরস্কার জিতেছেন। ‘ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস’–এর মধ্যে অন্যতম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
হিনা খানের সঙ্গে রকির পরিচয় ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ টিভি সিরিয়ালের সেটেই। রকি জয়সওয়াল ছিলেন এ নাটকের সহপ্রযোজক। রকির সঙ্গে সেখান থেকেই হিনার বন্ধুত্ব, যা পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে গড়ায়। ২০১৭ সালে তাঁরা তাঁদের সম্পর্কের কথা সবার সামনে আনেন। তখন থেকেই এই জুটি একে অন্যের সঙ্গে আছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ১০
রকি জয়সওয়াল একজন টেলিভিশন প্রযোজক, পরিচালক ও ব্যবসায়ী। হিনা-রকি একসঙ্গে ‘হিরোস ফর বেটার ফিল্মস’ নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। নিজেদের নামের অদ্যাক্ষর দিয়ে তাঁরা এর নাম দেন হিরো (হিনা + রকি)। এই সংস্থার ব্যানারে তাঁরা নির্মাণ করেছেন ‘উইশলিস্ট’, ‘কান্ট্রি অব ব্লাইন্ড’, ‘ডোরম্যান’সহ বেশ কিছু চলচ্চিত্র ও মিউজিক ভিডিও। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
হিনা খান বেড়ে উঠেছেন কাশ্মীরের এক রক্ষণশীল মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই তাঁকে প্রচুর বিধিনিষেধের মধ্য দিয়ে চলতে হয়েছে। তিনি উচ্চশিক্ষার জন্য দিল্লিতে পড়াশোনার জন্য যাওয়ার ক্ষেত্রেও তাঁর মা-বাবা রাজি ছিলেন না। অনেক আলোচনা ও বোঝানোর পর তাঁকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্যে পাঠানো হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
হিনা খান কখনোই অভিনেত্রী হতে চাননি। তাঁর স্বপ্ন ছিল বিমানবালা হওয়ার। এ জন্য তিনি একটি কোর্সেও ভর্তি হয়েছিলেন। কিন্তু কোর্স শুরু করার আগে হঠাৎ ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ায় সে স্বপ্ন ভঙ্গ হয়। এরপর তিনি সাংবাদিক হতে চেয়েছিলেন, তবে সেই ইচ্ছাও পূরণ হয়নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
দিল্লিতে পড়াশোনা করার সময় হিনা খানের বন্ধুরা তাঁকে টেলিভিশন শো ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’তে অডিশন দিতে বলেন। শুরুতে হিনা একেবারেই আগ্রহী ছিলেন না। তবে বন্ধুরা বারবার চাপ দিতে থাকলে শেষ পর্যন্ত তিনি রাজি হন। অডিশনেই মাত করেন তিনি।  সবাইকে অবাক করে দিয়ে হিনা খান সরাসরি মুখ্য চরিত্র অক্ষরার জন্য নির্বাচিত হন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
তবে অভিনয়জগতে আসার ক্ষেত্রে বড় বাধা ছিল তার পরিবার। তবে হিনার বাবা মেয়ের চাওয়াকে সমর্থন করেন। সমর্থন করলেও তিনি একটা শর্ত জুড়ে দেন। তিনি বলেন, হিনা যদি অভিনয় চালিয়ে যেতে চান, তাহলে তাঁকে পড়াশোনা শেষ করতে হবে। হিনা সেই শর্ত মেনে নেন; টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করার পাশাপাশি পড়াশোনা শেষ করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষে গতকাল বুধবার হিনা খান ও রকি জয়সওয়াল একটি পারিবারিক অনুষ্ঠানে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন করেন। ঘরোয়া পরিবেশে আন্তরিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
হিনা বিয়েতে মনীশ মালহোত্রার শাড়ি পরেছিলেন। হাতে বোনা ওপাল সবুজ শাড়ির বর্ডারে ছিল সোনালি-রুপালি কারুকাজ। সেখানে তাঁদের নাম লেখা ছিল সূক্ষ্ম জারদৌসিতে। মাথায় ছিল হালকা গোলাপি রঙের ওড়না। হাতে একটি বড় হীরার আংটি। সাদামাটা সাজে তিনি হয়ে উঠেছেন অনন্য। হিনার স্বামী রকি জয়সওয়ালও মনীশ মালহোত্রার হাতের কাজ করা একটি সাদা পাঞ্জাবি পরেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে