নগ্ন ফটোশুট বিতর্ক: থানায় গেলেন না রণবীর, সময় চাইলেন

এক বিদেশি পত্রিকার জন্য নগ্ন ফটোশুট করে বেকায়দায় পড়েছেন রণবীর সিং

নগ্ন ফটোশুট বিতর্কে ভালোভাবে জড়িয়ে পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। মুম্বাই পুলিশ আজ সোমবার এই বলিউড তারকাকে চেম্বুর পুলিশ স্টেশনে হাজির থাকার জন্য সমন পাঠিয়েছিল। কিন্তু রণবীর আজ পুলিশ স্টেশনে আসতে পারবেন না বলে জানিয়েছেন। আর তিনি সময় চেয়েছেন বলে জানা গেছে।

এক বিদেশি পত্রিকার জন্য নগ্ন ফটোশুট করে বেকায়দায় পড়েছেন রণবীর সিং। গত মাসে এক স্বেচ্ছাসেবী সংগঠন আর মুম্বাইয়ের এক মহিলা আইনজীবী রণবীরের নগ্ন ফটোশুটের বিরুদ্ধে অভিযোগ এনে চেম্বুর পুলিশ স্টেশনে আলাদা আলাদা মামলা করেছেন। তাদের অভিযোগ যে রণবীর অশ্লীল বিষয়বস্তু বিক্রি করেছেন, আর নারীদের অপমান করেছেন। এর পাশাপাশি তাদের অভিযোগ যে এই বলিউড তারকা যৌন উপাদান প্রকাশিত করেছেন।

আলোচিত, সমালোচিত আর বিতর্কিত ফ্যাশন আইকন রণবীর সিং
ইনস্টাগ্রাম

আর এই এফআইআর-এর ভিত্তিতে মুম্বাই পুলিশ রণবীরকে ২২ আগস্ট তাদের সামনে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল। এই বলিউড অভিনেতার খোঁজে পুলিশ তাঁর মুম্বাইয়ের বাসায় গিয়েছিল। কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না। কথা ছিল যে রণবীর ১৬ আগস্ট মুম্বাইতে ফিরবেন। আর ২২ আগস্ট চেম্বুর পুলিশ স্টেশনে হাজির হবেন তিনি। কিন্তু রণবীর এক চিঠির মাধ্যমে আরও দুই সপ্তাহ সময় চেয়েছেন। তাই পুলিশ তাঁর হাজিরা থাকার নতুন দিন ঘোষণা করবে বলে জানা গেছে। আর তারপরই তারা রণবীরকে নতুন সমন পাঠাবে।

পালাজো প্যান্টের সঙ্গে রেট্রো পলকা ডট শার্টে রণবীর সিং
ছবি: ইনস্টাগ্রাম

রণবীর পেপার ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য এক নগ্ন ফটোশুট করিয়েছিলেন। এই ফটোশুট তিনি ২১ জুলাই ওয়ালে প্রকাশ করেছিলেন। এই ফটোশুটকে কেন্দ্র করে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। নেট জনতার একাংশ রীতিমতো ধিক্কার দেয় তাঁকে। তাঁর বিরুদ্ধে অনেকে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনেছে। তবে অনেক বলিউড তারকা রণবীরের এই সাহসী প্রয়াসের জন্য তাঁর পাশে দাঁড়িয়েছেন। এই তালিকায় আছেন আলিয়া ভাট, বিদ্যা বালন, টুইঙ্কেল খান্না, স্বরা ভাস্কর, পূজা ভাট, রাম গোপাল ভর্মা, করণ জোহর, আমির খান প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন