১ হাজার ১৩ কোটির বক্স অফিস, শীর্ষে ৬৪ বছরের ‘তরুণ’
গত জানুয়ারিতে ভারতে মুক্তি পেয়েছে নানা ভাষার, নানা ঘরানার সিনেমা। তবে সবাইকে আশ্চর্য করে সবচেয়ে বেশি ব্যবসা করেছে দক্ষিণি তারকা ভেঙ্কোটেশের সিনেমা। ৬৪ বছরের এই ‘তরুণ’কে টেক্কা দিতে পারেননি কেউ। জানুয়ারিতে শীর্ষ ১০ ব্যবসাসফল সিনেমার তালিকা প্রকাশ করেছে ভারতীয় বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান ওরমেক্স মিডিয়া। তাদের তথ্যমতে, জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাগুলো ১ হাজার ১৩ কোটি রুপির ব্যবসা করেছে। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক সেই তালিকায় থাকা সিনেমাগুলো। এখানে কেবল ভারতের বক্স অফিসের আয় বিবেচনায় নেওয়া হয়েছে, বিদেশের নয়।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০