৩ কোটি পারিশ্রমিক নেন এই শিল্পী, যাঁর প্রথম কাজ আজও আলোর মুখ দেখেনি

অরিজিৎ সিংছবি : ফেসবুক

এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক, সুরকার অরিজিৎ সিং হিন্দি আর বাংলা সিনেমায় প্লেব্যাক করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কনসার্টের জন্য ভারতে সবচেয়ে পারিশ্রমিক নেওয়া গায়কদেরও একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেওয়া এই গায়ক ৩৬ বছর পূর্ণ করলেন আজ।
মাত্র এক যুগের ক্যারিয়ারে খ্যাতির চূড়ায় আরোহণ করা এ গায়কের পথচলা মসৃণ ছিল না। ২০০৫ সালে ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ নামের এক রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা পাঁচের তালিকায়ও জায়গা পাননি অরিজিৎ। প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিলেন ষষ্ঠতম অবস্থানে থেকে। এরপর আরেক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে চিনিয়েছিলেন অরিজিৎ, হয়েছিলেন চ্যাম্পিয়ন।

তখনো ভারতজুড়ে পরিচিতি মেলেনি অরিজিতের, অনেকটা অপরিচিত অরিজিৎ সিংকে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাওয়ারিয়া’ সিনেমায় প্লেব্যাক করান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ‘ইউ শবনামি’ শিরোনামে গানটি রেকর্ডও করেছিলেন অরিজিৎ, কিন্তু নির্মাতা অরিজিতের গানটি ফেলে দেন।

অরিজিৎ সিং
ছবি: ফেসবুক

২০১৬ সালে দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় লীলা বানসালি বলেন, ‘“ফেম গুরুকুল” থেকে আমি তাকে চিনি। প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও তাকে ডেকে বলেছিলাম, সে খুব ভালো গায়ক। তাকে দিয়ে “ইউ শবনামি” গানটি রেকর্ড করালেও সেটি সিনেমায় ব্যবহার করিনি।’

পরে গানটি গেয়েছেন গায়ক পার্থিব গহিল। অরিজিৎ সিংয়ের গাওয়া প্রথম সিনেমার গানটি এখনো আলোর মুখ দেখেনি। এর ৪ বছর পর ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গান নিয়ে সিনেমার গানে অভিষেক ঘটে অরিজিতের।
২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমায় ‘তুম হি হো’ গান প্রকাশের পর রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ সিং। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন

এবার আইপিএলের উদ্বোধনী আয়োজনেও গান করেছেন অরিজিৎ। তিনি এখন প্রতি কনসার্টে বাংলাদেশি টাকায় তিন কোটি টাকা নেন। বিত্তশালী হলেও সাদাসিধে জীবন যাপন করেন তিনি। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের মতো যাতায়াত করেন অরিজিৎ। চলাচলের ক্ষেত্রে অরিজিতের পছন্দ স্কুটিও।
১৯৮৭ সালের ২৫ এপ্রিল ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেন অরিজিৎ সিং।

আরও পড়ুন