‘নাটু নাটু’ গানের তালে নেচেছেন দক্ষিণি দুই তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর। এই গানে তাঁদের পেছনে যেই বিলাসবহুল প্রাসাদটি দেখা যাচ্ছে, সেটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাসভাবন। মারিনস্কি প্যালেস হাউস নামের এই বাড়ির সামনেই ছবির দৃশ্য ধারণ করা হয়েছে। এটি ইউক্রেনের পার্লামেন্টের খুব কাছে অবস্থিত।
গত বছর রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর থেকেই আলোচিত ইউক্রেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবনটি। তবে যুদ্ধের ডামাডোলের মধ্যে নয়, গানটির শুটিং হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। প্রশ্ন উঠতেই পারে, একটি দেশের প্রেসিডেন্টের প্যালেসের সামনে কীভাবে শুটিং করা হলো? প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেও একজন বিনোদনজগতের মানুষ। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন একজন কৌতুকাভিনেতা। এ কারণেই নাকি তাঁর প্যালেসের সামনে শুটিংয়ের অনুমতি নিতে বেশি কাঠখড় পোহাতে হয়নি বলে জানান সিনেমার পরিচালক এস এস রাজামৌলি।
এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। পুরস্কার ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছে ‘আরআরআর’ টিম। এরই মধ্যে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আরআরআর’ টিমকে অভিনন্দন জানিয়েছেন। ভারতবাসীকে গর্বিত করার কারণে তাদের ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া পরিচালক করণ জোহর, অভিনয়শিল্পী শাহরুখ খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, সংগীত পরিচালক এ আর রাহমানসহ অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।