১০০ কোটি আয়ের পথে ‘জঘন্য’ ছবিটি

‘হাউসফুল ৫’–এর দৃশ্য। এক্স থেকে

চিত্রসমালোচকদের কলমে খোঁচা রীতিমতো ক্ষতবিক্ষত করেছে ‘হাউসফুল ৫’ ছবিকে। রেটিংয়ে পাঁচের মধ্যে এক বা দেড়ের বেশি দিতে তাঁদের হাত কেঁপেছে। অক্ষয় কুমারের এই ছবিকে অনেক দর্শক কড়া সমালোচনা করছেন। অনেকের মতে, এমন ‘জঘন্য’ ছবি খুব কমই হয়। তবে ‘হাউসফুল ৫’ ছবির বক্স অফিস অন্য কথা বলছে। ইতিমধ্যে শতকোটি রানের পথে এই কমেডি ছবি।

‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি সব সময় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তাই সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল ৫’ ঘিরে সবার প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ছবিটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ। ১৯ জন তারকা নিয়ে নির্মিত ছবিটিও দর্শককে মনোরঞ্জন করতে পারেনি। তবে ‘হাউসফুল ৫’ রীতিমতো বক্স অফিস কাঁপাচ্ছে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ‘হাউসফুল ৫’–এর অভিনয়শিল্পীরা। এএফপি

গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির মাত্র তিন দিনেই বাজিমাত করেছে তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি। ‘হাউসফুল ৫’ ছবির ঝুলিতে এসেছে ৯১ দশমিক ৮৩ কোটি রুপি। আর কিছু রান করলেই সেঞ্চুরি হাঁকাবে সাজিদের এই ছবি। ‘হাউসফুল ৫’ মুক্তির প্রথম দিন আয় করেছিল ২৪ দশমিক ৩৫ কোটি রুপি। দ্বিতীয় দিনের আয়ের অঙ্ক ছিল ৩২ দশমিক ৩৮ কোটি।

আর মুক্তির তৃতীয় দিন; অর্থাৎ গত রোববার ‘হাউসফুল’-এর পঞ্চম ছবিটি আয় করেছিল ৩৫ দশমিক ১০ কোটি। গত শনিবার ভারতে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। ঈদের ছুটির সুফল পুরোপুরি নিতে পেরেছে এই কমেডি ড্রামাধর্মী ছবিটি। কোভিড ১৯-এর পর অক্ষয়ের যত ছবি মুক্তি  পেয়েছে, তার মধ্যে সপ্তাহান্তে সেরা ব্যবসা করেছে ‘হাউসফুল ৫’। এই তালিকায় এত দিন শীর্ষে ছিল ‘সূর্যবংশী’ ছবিটি।
কোভিডের পর অক্ষয় কুমার অভিনীত প্রথম এই ছবি মুক্তি পেয়েছিল। ‘সূর্যবংশী’ মুক্তি প্রথম সপ্তাহান্তে আয় করেছিল ৭৭ কোটি। ‘হাউসফুল ৫’ এই অঙ্ক পার করে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। লক্ষ্ণৌ, মুম্বাই, আহমেদাবাদ ও জয়পুরে ভালো ব্যবসা করছে ছবিটি। তবে ২৪০ কোটি বাজেটে নির্মিত এই ছবিকে লাভের মুখ দেখতে হলে আরও দূরন্ত ইনিংস খেলতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে গুঞ্জন যে ‘হাউসফুল ৫’ ওটিটিতে দেখার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রথমে কথা ছিল ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি পঞ্চম ছবিটি আগস্টে ওটিটির পর্দায় আসবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, এই কমেডি ঘরানার ছবিটি সম্ভবত জুলাইয়ের প্রথম সপ্তাহে ওটিটিতে মুক্তি পাবে। অনেকের মতে, ওটিটিতে মুক্তিকে ঘিরে নির্মাতাদের হঠাৎ এই মতবদলের পেছনে আছে দর্শকের কড়া প্রতিক্রিয়া।
এই ছবি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে নির্মাতারা ওটিটিতে তড়িঘড়ি আনতে চাইছেন বলে মনে করা হচ্ছে। ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা। তবে নির্মাতা বা অ্যামাজন প্রাইমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

‘হাউসফুল ৫’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়স তলপড়ে, ডিনো মারিয়া, ফারদিন খান, নারগিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, চিত্রাঙ্গদা সিংসহ আরও অনেকে।