‘আমরা তোমাকে ঘৃণা করি’
ছোট ও বড় পর্দার চেনা মুখ অভিনেত্রী আকাঙ্ক্ষা সিং হিন্দি ও দক্ষিণি সিনেমায় সমানতালে কাজ করে চলেছেন। গত মার্চে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ অভিনয়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, এই সিরিজে অভিনয় করে একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি সমানভাবে কটাক্ষেরও শিকার হয়েছেন আকাঙ্ক্ষা।
এই সিরিজে পুলিশ অফিসার আরিত্রিকা ভৌমিক চরিত্রে অভিনয় করেছেন আকাঙ্ক্ষা। নীরজ পান্ডের এই থ্রিলার সিরিজে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। আকাঙ্ক্ষা অভিনীত চরিত্রটির আচমকা বদলে যাওয়া রূপ অনেক দর্শকের কাছে ছিল অপ্রত্যাশিত। আর এই চমকই হয়ে দাঁড়িয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু।
আকাঙ্ক্ষা বলেন, ‘শেষ দিকে আরিত্রিকার চরিত্রটি যে ঘুরে যাবে, দর্শক তা একেবারেই আশা করেননি। এমনকি আমার পরিবারের সদস্যরাও অবাক হয়ে গিয়েছিলেন। সিরিজটি তাঁরা উপভোগ করলেও আমি পেয়েছি প্রচুর ঘৃণাভরা বার্তা। অনেকে আমাকে সরাসরি “গদ্দার” (প্রতারক) বলেও মেসেজ করেছেন, কেউ কেউ লিখেছেন, “আমরা তোমাকে ঘৃণা করি।”’
এসব নেতিবাচক মন্তব্যে একটুও ভেঙে পড়েননি এই অভিনেত্রী; বরং চরিত্রের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই কাজ করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘এই সিরিজে কাজ করে আমি সত্যিই আনন্দ পেয়েছি। আরিত্রিকার চরিত্রটি উপভোগ করেছি। শুটিং চলাকালে কে কোথা থেকে এসেছেন, কিংবা কে কত বড় তারকা, তা কখনোই মনে হয়নি। আমরা সবাই একেকজন শিল্পী হিসেবে একসঙ্গে কাজ করেছি। প্রসেনজিৎ স্যার আর জিৎ স্যারের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করাও ছিল দারুণ অনুপ্রেরণার। তাঁরা এতটাই সহজভাবে কাজ করতেন যে তাঁদের দেখেই আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতাম।’
আকাঙ্ক্ষা মনে করেন, ‘খাকি’ দলের প্রত্যেক সদস্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেই সিরিজটি আজ এতটা সফল।
ভাষার বাধা টপকে হিন্দি, তেলেগু, তামিলসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন আকাঙ্ক্ষা। অভিনয়ের প্রতি নিজের আবেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রেম, আর এটাই আমার সবকিছু। আমি ভাষা বা মাধ্যমে বিশ্বাস করি না, আমি অর্থবহ কাজ করতে চাই। পাঁচ মিনিটের ছোট কোনো চরিত্র হোক বা দীর্ঘ ভূমিকা—আমি চাই, সব সময় কিছু না কিছু যোগ করতে, নিজেকে প্রমাণ করতে।’