বিয়ের চার মাসের মধ্যে নয়নতারার মা হওয়া নিয়ে তদন্ত প্রতিবেদনে যা জানা গেল
৯ অক্টোবর যমজ পুত্রসন্তানের বাবা-মা হন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা ও পরিচালক ভিগনেশ দম্পতি। চলতি বছরের জুন মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের চার মাসের মধ্যেই মা হওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। ভারতীয় গণমাধ্যম জানায়, সারোগেসি পদ্ধতিতে মা–বাবা হয়েছেন তাঁরা। এই দম্পতি সারোগেসি আইন ভঙ্গ করেছেন কি না, জানার জন্য তদন্ত করে তামিলনাড়ু রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
চলতি বছরের শুরুতেই ভারতে সারোগেসি পদ্ধতি নিষিদ্ধ করা হয়। শুধু যেসব দম্পতি শারীরিকভাবে সন্তান ধারণে অক্ষম, ৩৫ থেকে ৪৫ বছরের যেসব নারী বিধবা ও বিচ্ছেদ হয়েছে, তাঁরা এই পদ্ধতিতে মা হতে পারবেন। নয়নতারা মা হয়েছেন সারোগেসি পদ্ধতির মাধ্যমে। কিন্তু প্রশ্ন ওঠে, তারকা দম্পতি কী সব নিয়ম মেনেই সারোগেসির আশ্রয় নিয়েছেন? তদন্ত দলকে তাঁরা জানিয়েছেন, সব নিয়ম মেনেই মা-বাবা হয়েছেন তাঁরা।
তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে। গতকাল এ কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতি আইন মেনেই সন্তান জন্ম দিয়েছেন। বিয়ের পাঁচ বছর পার হলেই সারোগেসির আবেদন করা যায়। যিনি সন্তানের জন্ম দেবেন, তাঁকে হতে হবে নিকটাত্মীয়। এই নিয়ম মেনেই ২০২১ সালে এক নিকটাত্মীয়র সঙ্গে সারোগেসির চুক্তি হয় নয়নতারা ও ভিগনেশের।
সেই চুক্তি অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে সারোগেসির প্রক্রিয়াটি শুরু হয়। ভারতে বাণিজ্যিকভাবে সারোগেসি নিষিদ্ধের আইন কার্যকর হয় চলতি বছর। সে অনুযায়ী আইন কার্যকর হওয়ার আগেই তাঁদের চুক্তি হয়েছিল। জানা গেছে, যে হাসপাতালে নয়নতারা-ভিগনেশের সন্তানদের জন্ম হয়েছে, সেই হাসপাতাল থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।
নয়নতারা ও ভিগনেশ দীর্ঘ সাত বছর প্রেম করার পর গত ৯ জুন ভারতের মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে বিয়ে করেন। কিন্তু কিছুদিন আগে জানা গেছে, ছয় বছর আগেই তাঁদের বিয়ের নিবন্ধন হয়েছে। বিয়ের নথি তদন্ত দলকে জমা দিয়েছেন নয়নতারা ও ভিগনেশ।