কাশ্মীরে ৩২ বছর পর ‘হাউসফুল’

দীপিকা ও শাহরুখ

ভারত যেন এখন ‘পাঠান’ সুনামিতে আক্রান্ত! এমনকি শাহরুখের ‘পাঠান’ ঢেউ আছড়ে পড়েছে ভারতের ভূস্বর্গ কাশ্মীরের বুকেও। কাশ্মীরের প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। ৩২ বছর পর এমন দৃশ্য দেখা গেছে সেখানে।
চার বছর পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিল বলিউড দুনিয়া। চিত্রসমালোচকেরা বলছেন, ‘পাঠান’ ছবির মাধ্যমে বলিউডের বাদশা প্রকৃত বাদশার মতোই বড় পর্দায় ফিরেছেন। দীর্ঘদিন পর শাহরুখ সফলতার মুখ দেখলেন। শুধু তা–ই নয়, ‘পাঠান’ ছবির হাত ধরে বলিউডেরও সুদিন ফিরেছে বলে মন্তব৵ করছেন অনেকে। তাই এই ছবি শুধু কিং খানের ডুবন্ত ক্যারিয়ার নয়, বলিউডকেও ভরাডুবির হাত থেকে রক্ষা করল।

‘পাঠান’ ছবি মুক্তির প্রথম দিনই একের পর এক রেকর্ড করেছে। আর প্রথম দিনই সবচেয়ে আয় করা হিন্দি ছবি হিসেবে ‘পাঠান’-এর নাম শীর্ষে উঠে এসেছে। এর পাশাপাশি আরেকটি রেকর্ড এই ছবির ঝুলিতে ঢুকে পড়েছে।

‘পাঠান’ কাশ্মীরের বুকে যে ঝড় তুলেছে, গত ৩২ বছরে তা হয়নি। আগে থেকে কিং খানের এই অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে কাশ্মীরবাসীদের মধ্যে উত্তেজনা প্রবল ছিল। আর তার প্রতিফলন ধরা পড়ল বক্স অফিসে। ‘পাঠান’-এর কারণে কাশ্মীরের সিনেমা হলমালিকদের সুখের দিন ফিরেছে বলা যায়।

৩২ বছর পর এখানকার সিনেমা হলের বাইরে ‘হাউসফুল’ বোর্ড দেখা গেছে। তাই সিনেমা হলের মালিকেরা দারুণ খুশি। আর তাঁরা শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন। কাশ্মীরের এক থিয়েটারের বাইরে হাউসফুল বোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।

‘পাঠান’–এ টাইগারের লুকে সালমান
আরও পড়ুন

আর তার সঙ্গে লেখা হয়েছে, ‘আজ “পাঠান” সমগ্র দেশকে একসূত্রে বেঁধেছে। আমরা সবাই কিং খানের কাছে কৃতজ্ঞ। কারণ, ৩২ বছর পর কাশ্মীর ভ্যালির থিয়েটারের বাইরে হাউসফুল বোর্ড ঝুলছে। শাহরুখ খান, আপনাকে ধন্যবাদ।’ এই পোস্টে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, যশরাজ ফিল্মসকে ট্যাগ করা হয়েছে।

আরও পড়ুন

২৫ জানুয়ারি ‘পাঠান’ বড় পর্দায় মুক্তি পেয়েছে। মাত্র দুই দিনের মধ্যে এর আয় ১০০ কোটি পার করে ফেলেছে।

ঝড় তুলেছে ‘পাঠান’–এর ট্রেলার

মুক্তির প্রথম দিন ছবিটি ৫৭ কোটির মতো ব্যবসা করেছিল। ‘পাঠান’ মুক্তির দ্বিতীয় দিন ২৬ জানুয়ারির ছুটির পুরোপুরি ফায়দা উঠিয়েছে। জানা গেছে, এদিন ৫৯ দশমিক ৫০ কোটি আয় করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। সব মিলিয়ে এই ছবির কালেকশন ১২৬ দশমিক ৫০ কোটি হয়েছে।

আরও পড়ুন