ভারতে ঈদের ছুটির ফায়দা নিতে পারল না ‘সত্যপ্রেম কী কথা’

‘সত্যপ্রেম কী কথা’য় কার্তিক ও কিয়ারা
ছবি: ভিডিও থেকে নেওয়া

গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান আর কিয়ারা আদভানি অভিনীত ছবি ‘সত্যপ্রেম কী কথা’। সাধারণত বলিউডে শুক্রবার ছবি মুক্তি পায়। কিন্তু গতকাল দেশজুড়ে ছিল পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি। আর তাই এই ছবির নির্মাতারা চেয়েছিলেন ছুটির ফায়দা ওঠাতে। কিন্তু তাঁদের এ পরিকল্পনা সফল হয়নি। ছবি মুক্তির প্রথম দিন কার্তিক-কিয়ারার ম্যাজিক বক্স অফিসে কিছু সুবিধা করতে পারেনি।
‘সত্যপ্রেম কী কথা’ ছবিটি মুক্তির আগে থেকেই আশা জাগিয়েছিল। কার্তিকের এ ছবিকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এর আগে কার্তিক-কিয়ারার জুটির ‘ভুলভুলাইয়া টু’ ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। আর তাই আবার সবাই এই জুটিকে দেখার আশায় উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিন বক্স অফিসের অঙ্কে সেই উন্মাদনা ধরা পড়েনি।

বক্সঅফিসইন্ডিয়াডটকমের রিপোর্ট অনুযায়ী ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটি ওপেনিং ডেতে ৮ দশমিক ৫ কোটি থেকে ৯ কোটি মতো ব্যবসা করেছে। আর এই অঙ্ক নির্মাতাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট নয়।

‘সত্যপ্রেম কি কথা’র পোস্টার
ইনস্টাগ্রাম থেকে

‘সত্যপ্রেম কী কথা’ ছবির অগ্রিম বুকিংয়ের হার কমের দিকেই ছিল। মুক্তির আগে বুধবার রাত পর্যন্ত ছবিটির ৫৬ হাজার টিকিট বিক্রি হয়েছিল। আর তাই মাত্র ২ দশমিক ১৫ কোটির কাছাকাছি অগ্রিম বুকিং হয়েছিল। এদিকে ‘ভুলভুলাইয়া টু’ ছবিটি অগ্রিম বুকিং থেকে ৬ কোটির বেশি আয় করেছিল।
‘সত্যপ্রেম কী কথা’ ছবিটি হিন্দি সংস্করণের পাশাপাশি তামিল, তেলেগু ও পাঞ্জাবি সংস্করণে রিলিজ করা হয়েছে। আর নির্মাতারা ভেবেছিলেন, ঈদের ছুটির পুরোপুরি সুযোগ নেবেন তাঁরা। আর এই ছুটিতে কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তাই ‘সত্যপ্রেম কী কথা’ ছবির নির্মাতারা আশায় ছিলেন যে মুক্তির প্রথম দিনই তাঁরা ফাঁকা মাঠে গোল দেবেন। কিন্তু তাঁদের কোনো কৌশল এখন পর্যন্ত সফল হয়নি। তবে উত্তর ভারতে ছবিটি মোটামুটি ভালো সাড়া পেয়েছে। কিন্তু দক্ষিণের নিজাম সার্কিট ছাড়া আর কোথাও ছবিটি ভালো সাড়া পায়নি।

আরও পড়ুন

চলচ্চিত্র বাণিজ্য-বিশ্লেষকদের মতে ছবিটি সপ্তাহান্তে আশানুরূপ ব্যবসা করতে পারে। কারণ, কার্তিক আর কিয়ারার এই রোমান্টিক ছবিটিকে ঘিরে দর্শকমহলে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে। চিত্রসমালোচকেরা ছবিটিকে ভালোই রেটিং দিয়েছেন।

কার্তিক আর কিয়ারার পর্দার রোমান্স দর্শকের হৃদয় জয় করেছে
ফেসবুক থেকে

কার্তিক আর কিয়ারার পর্দার রোমান্স দর্শকের হৃদয় জয় করেছে। এই ছবির গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে। তাই সব মিলিয়ে এই রোমান্টিক ছবিটি আশার আলো দেখাচ্ছে।

সমীর বিদ্বান পরিচালিত ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে কার্তিক-কিয়ারা ছাড়া আছেন সুপ্রিয়া পাঠক, গজরাজ রাও, রাজপাল যাদব, শিখা তলসনিয়াসহ আরও অনেকে। এই ছবিটি নির্মাণ করতে ৬০ কোটি মতো খরচ হয়েছে। আর তাই নির্মাতাদের লাভের মুখ দেখতে হলে বক্স অফিস থেকে ৬৫ কোটি মতো কামাতে হবে। নির্মাতারা এখন তাকিয়ে আছেন সপ্তাহের ছুটিতে।

‘সত্যপ্রেম কী কথা’য় কার্তিক ও কিয়ারা
ফেসবুক থেকে

এই সাপ্তাহিক ছুটিতে ছবিটি সাড়া ফেলতে না পারলে বলিউডের খাতায় আরও একটি ফ্লপ ছবি শামিল হবে। এদিকে কার্তিকের ক্যারিয়ারের জন্যও এটা খারাপ খবর। কারণ, তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘শাহেজাদা’ বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। আর এই ছবিটি মুক্তির প্রথম দিন ৬ কোটি মতো আয় করেছিল। এই দৌড়ে কার্তিকের ‘সত্যপ্রেম কী কথা’ এগিয়ে। তবে কার্তিকের ক্যারিয়ারের জন্যও এই ছবিটি হিট হওয়া জরুরি।