আগে মুম্বাইতে ফ্ল্যাট কিনেছেন, পরে শুরু করেছেন অভিনয়

অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ইনস্টাগ্রাম থেকে
হিন্দি সিনেমার কল্যাণে ক্যারিয়ারের শুরুতেই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ওটিটি তাঁর ব্যাপ্তি আরও ছড়িয়ে দিয়েছে। সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সিরিজ ‘সুলতান অব দিল্লি’ দিয়ে আলোচনায় তিনি। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে আলাপে অভিনেত্রী কথা বলেছেন এই সিরিজসহ আরও নানা প্রসঙ্গে।
অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ইনস্টাগ্রাম থেকে

আলাপের শুরুতেই ‘সুলতান অব দিল্লি’ করার কারণ জানান অনুপ্রিয়া গোয়েঙ্কা। তিনি বলেন, ‘মিলন (লুথরিয়া) স্যার এই সিরিজের পরিচালক। তাই এই প্রকল্পকে না বলার কোনো কারণ ছিল না। বলতে পারেন, তাঁর সঙ্গে কাজ করার লোভে সিরিজটি করতে আরও বেশি করে আগ্রহী হয়েছিলাম। আমি মিলন স্যারের ছবির অনেক বড় ভক্ত।’ ষাটের দশকের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে ‘সুলতান অব দিল্লি’।

আরও পড়ুন

নিজের চরিত্রের প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘পিরিয়ড ড্রামা আমাকে সব সময় আকৃষ্ট করে। এ ছাড়া আমার চরিত্রে অনেকগুলো স্তর আছে। চরিত্রটি অনেকটা ধূসর। আগে কখনো এ রকম চরিত্রে অভিনয় করিনি। ষাটের দশকের মেয়েদের মতো সাজগোজ, হাঁটাচলা, কথা বলা, আদবকায়দা—সবকিছু রপ্ত করতে হয়েছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল চরিত্রটা। মিলন স্যার অভিনয়শিল্পীদের সম্পূর্ণ স্বাধীনতা দেন।’

জীবনে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন অনুপ্রিয়া, নিজিকে ভাঙতে পছন্দ করেন তিনি। তাই বাবার সাজানো ব্যবসা ছেড়ে অভিনয়জগতে নিজের ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন তিনি।

অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ইনস্টাগ্রাম থেকে

তাঁর কথায়, ‘সবাই মুম্বাইয়ে আগে সংগ্রাম করে, তারপর নিজের বাসা বাঁধে। আমি উল্টা—আগে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনে মা–বাবাকে নিয়ে এসেছিলাম।’ অভিনয় তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলে জানান অনুপ্রিয়া, ‘অভিনয় আমাকে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখিয়েছে। আমাকে মানসিকভাবে শক্তিশালী করেছে। ধৈর্যশীল হতে শিখেছি। কাজ আর পরিবারের মধ্যে কীভাবে সমতা বজায় রেখে চলতে হয়, তা–ও শিখেছি।’

অভিনেত্রী হিসেবে নিজেকে আরও দক্ষ করতে নতুন কিছু না কিছু শিখতে থাকেন এই অভিনেত্রী। এখন যেমন শিখছেন ঘোড়া চালানো। এ ছাড়া আঁকাআঁকি শুরু করেছেন বলে জানান তিনি।

অনুপ্রিয়া নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করেন। উচ্ছ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও আমাকে সেভাবে সংগ্রাম করতে হয়নি। তবে প্রতিদিন প্রায় ১২টা অডিশন দিতাম। আজ ক্যারিয়ারের যে জায়গায় পৌঁছেছি, তা অবশ্যই নিজের পরিশ্রমের জোরে। ক্যারিয়ারের শুরুতেই প্রদীপ সরকারের মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। সঞ্জয় লীলা বানসালির “পদ্মাবত”-এ অভিনয় করেছি। “টাইগার জিন্দা হ্যায়”, “ওয়ার”-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। সবকিছু জন্য ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ।’

অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ইনস্টাগ্রাম থেকে