বাণী যখন কিম কার্ডাশিয়ান

১০ বছরের ক্যারিয়ার হলেও এক দশকে মাত্র পাঁচটি হিন্দি সিনেমা করেছেন বাণী কাপুর। এত কম সিনেমা করার বড় কারণ যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর চুক্তি। তবে দুই বছর চুক্তি শেষ হওয়ার পর থেকেই একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ জনপ্রিয় বাণী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।
১ / ৯
২০১৩ ‘শুদ্ধ দেশি রোমান্স’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ছবিতে তাঁর জুটি ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত
ফেসবুক থেকে নেওয়া
২ / ৯
অভিষেকের এক বছর পরই বাণী নাম লেখান দক্ষিণি সিনেমায়। তাঁকে দেখা যায় তামিল ছবি ‘আশা কল্যাণাম’-এ
ফেসবুক থেকে নেওয়া
৩ / ৯
২০১৬ সালে ‘যশ রাজ ফিল্মস’-এর ব্যানারে তাঁর ছবি ‘বেফিকরে’ মুক্তি পায়। ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে তাঁর জুটি আলোচিত হলেও আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি ব্যবসাসফল হয়নি
ফেসবুক থেকে নেওয়া
৪ / ৯
নারীকেন্দ্রিক ছবির স্বপ্ন দেখেছিলেন তিনি। আর তার পরপরই তাঁর ঝুলিতে আসে দীনেশ ভিজানের ‘সর্বগুণসম্পন্ন’। দীনেশের এই ছবির মূল চরিত্রে বাণী। ইতিমধ্যে ছবির শুটিংও শেষ করে ফেলেছেন তিনি
ফেসবুক থেকে নেওয়া
৫ / ৯
বাণীর ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘ওয়ার’। এটিও যশ রাজের সিনেমা। ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগের ছবিটিতে বাণীর সঙ্গে দেখা যায় হৃতিক রোশনকে
ফেসবুক থেকে নেওয়া
৬ / ৯
এরপর অক্ষয় কুমারের সঙ্গে ‘বেল বটম’ করেন বাণী
টুইটার
৭ / ৯
২০২১ সালে মুক্তি পায় অভিষেক কাপুরের ‘চণ্ডীগড় করে আশিকি’। ছবিটিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বাণী
টুইটার
৮ / ৯
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মডেল কিম কার্ডাশিয়ানের মতো ছবি পোস্ট করেন বাণী। লিখেছেন, কিম কার্ডাশিয়ানের প্রেরণায়
টুইটার
৯ / ৯
গত বছর রণবীর কাপুরের সঙ্গে ‘শমশেরা’ ছবিতে দেখা যায় বাণী কাপুরকে। এ ছবিও বক্স অফিসে ব্যর্থ হয়
টুইটার
আরও পড়ুন