কাজ পাওয়ার জন্য ‘সমঝোতা’ করতে বলা হয়েছিল এই অভিনেত্রীকে

সায়ামি খের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কাজ পাওয়ার জন্য আপত্তিকর প্রস্তাব পাওয়া নিয়ে সম্প্রতি কথা বলেছেন বেশ কয়েকজন ভারতীয় অভিনেত্রী। প্রত্যেকেই জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে নানা ধরনের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। এবার এ প্রসঙ্গে কথা বললেন সায়ামি খের।

সায়ামি খের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি বিনোদনবিষয়ক ভারতীয় গণমাধ্যম বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘ঝুমার’, ‘চোকেড’ অভিনেত্রী সায়ামি খের জানান, একজন কাস্টিং ডিরেক্টর একবার তাঁকে তেলেগু ছবিতে একটি চরিত্রের কাজ পাওয়ার জন্য বাজে ইঙ্গিত করেছিলেন।

সায়ামির তখন মাত্র ১৯ বছর বয়স। সেই সময় অভিনেত্রী এ ঘটনার শিকার হন। কাস্টিং কাউচের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন, ‘আমার বয়স যখন ১৯ থেকে ২০ বছর, তখন একজন এজেন্ট আমাকে তেলেগু ছবির জন্য ডেকেছিলেন। তিনি বলেছিলেন, “তুমি জানো, তোমাকে সমঝোতা করতে হবে।” এটা আমার মনে গভীর ভাবে দাগ কেটে গিয়েছিল।’

একই সাক্ষাৎকারে সায়ামি আরও বলেন, ‘আমি তখন তাঁকে পরীক্ষা করার জন্যই বলি, আপনি কী বলছেন ম্যাডাম, আমি বুঝতে পারছি না। আমি বারবার এটাই বলতে থাকি।

সায়ামি খের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তারপর অবশেষে তিনি বলেন, “দেখো, তোমাকে বুঝতে হবে।” আমি বলি, আপনি আমাকে ভুল ভেবেছেন। আপনি ভেবেছেন আমি এই পথে হাঁটব। কিন্তু সবকিছুর একটা নির্দিষ্ট সীমা আছে, যা আমি আমার জীবনে কখনো অতিক্রম করিনি। কিন্তু সেবার আমাকে এই ঘটনা খুব ভাবিয়েছিল—একজন নারী আমাকে কীভাবে এ প্রশ্ন করতে পারেন!’

রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালিত ছবি ‘মির্জা’ দিয়ে বলিউডে অভিষেক হয় সায়ামির। এই সিনেমায় অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরও অভিনয় করেন। তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়।

আরও পড়ুন

সায়ামিকে সর্বশেষ দেখা গেছে সানি দেওল ও রণদীপ হুদার সঙ্গে ‘জাট’ ছবিতে। গোপীচাঁদ মালিনেনি পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১১৮ কোটি রুপি আয় করে।