এবার ‘শাহরুখ’ হবেন কে

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে দীপিকা, হৃতিক, অক্ষয়, আল্লু অর্জুন,পঙ্কজ ত্রিপাঠির মতো তারকাদের সিনেমা। কোলাজ
গত বছরটা দুর্দান্ত কেটেছে বলিউডের। বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে শাহরুখ খান বক্স অফিসে যে ঝড় তুলেছিলেন, তা অব্যাহত ছিল বছরের শেষ পর্যন্ত। গত বছর তিনটি সিনেমা মুক্তি পেলেও চলতি বছর সম্ভবত বড় পর্দায় দেখা যাবে না ‘কিং খান’কে। এখন প্রশ্ন, হৃতিক রোশন, আল্লু অর্জুন, অজয় দেবগন নাকি অক্ষয় কুমার—কে হবেন ২০২৪ সালের ‘শাহরুখ’। একে একে দেখে নেওয়া যাক চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলো:
ক্যাটরিনা কাইফ অভিনীত `মেরি ক্রিসমাস' দিয়ে শুরু হচ্ছে বছর। ছবি: এএনআই

‘মেরি ক্রিসমাস’
থ্রিলার সিনেমার নির্মাতা হিসেবে সুপরিচিত শ্রীরাম রাঘবন বছরের শুরুতেই আসছেন ‘মেরি ক্রিসমাস’ নিয়ে। ১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ক্রাইম-থ্রিলারধর্মী ছবিটি। রাঘবন এ ছবিতে বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফকে জুটি হিসেবে এনে এক বড় চমক দিতে চলেছেন।

‘ম্যায় অটল হু’ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি। ইনস্টাগ্রাম থেকে

‘ম্যায় অটল হুঁ’
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ১৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এতে অটল বিহারির চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে।

‘ফাইটার’
জানুয়ারি মাসেই আরও একটি বড় বাজেটের সিনেমা মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। গত বছরের একই দিনে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থর ‘পাঠান’। এবারও পরিচালক সুপারহিট দিতে পারেন কি না, সেটাই দেখার।

‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে দীপিকা, হৃতিক ও অনিল কাপুরকে। ছবি : এক্স থেকে

এই এরিয়াল-অ্যাকশনধর্মী ছবিতে প্রথমবার জুটি বেঁধে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। অন্য দুই চরিত্রে আছেন অনিল কাপুর, করণ গ্রোভার।

‘সুরারাই পত্রু’
দক্ষিণের সুপারহিট ছবি ‘সুরারাই পত্রু’র হিন্দি রিমেকের মূল চরিত্রে আছেন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে দেখা যাবে রাধিকা মাদনকে। ছবিটি ১৬ ফেব্রুয়ারি আসতে চলেছে।

‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে দিশাকে। ইনস্টাগ্রাম থেকে

‘যোদ্ধা’
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এ ছবি মুক্তি পাবে ১৫ মার্চ। অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটি পরিচালনা করছেন সাগর আমব্রে ও পুষ্কর ওঝা। এ ছবিতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি ও রাশি খান্না।

আরও পড়ুন

‘মেট্রো ইন দিনো’
অনুরাগ বসুর অ্যানথোলজি ছবি ‘মেট্রো ইন দিনো’কে ঘিরে অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। এ ছবির মূল চরিত্রে আছেন আদিত্য রায় কাপুর, সারা আলী খান, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কণা সেনশর্মা, আলী ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখসহ আরও অনেকে। ছবিটি পর্দায় আসবে ২৯ মার্চ।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’
আলী আব্বাস জাফর পরিচালিত ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের যুগলবন্দী। এ ছাড়া আছেন সোনাক্ষী সিনহা, মানুষি ছিল্লার, আলেয়া এফ, পৃথ্বীরাজ সুকুমারন। আলী আব্বাসের এ ছবি ১০ এপ্রিল মুক্তি পাবে।

‘কল্কি ২৮৯৮ এডি’
প্রভাস ও দীপিকা পাড়ুকোন জুটি বেঁধে আসতে চলেছেন নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি ছবিতে। ছবিটি কবে মুক্তি পাবে, তা জানা যায়নি। এই সায়েন্স ফিকশনধর্মী ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানিকেও।

চলতি বছর বড় পর্দায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে। ইনস্টাগ্রাম থেকে

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’
এ ছবির মূল চরিত্রে আছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। শরণ শর্মা পরিচালিত ছবিটি ১৯ এপ্রিল মুক্তির জন্য প্রস্তুত।

‘অরোঁ মে কাহাঁ দম থা’
এ ছবিতে আবার জুটি বেঁধে আসতে চলেছেন অজয় দেবগন ও টাবু। নীরজ পান্ডে পরিচালিত এ ছবি মুক্তির তারিখ ২৬ এপ্রিল।

‘চান্দু চ্যাম্পিয়ন’
কবির খান এবার এক বাস্তবধর্মী কাহিনিকে পর্দায় জীবন্ত করতে চলেছেন। কার্তিক আরিয়ান এ ছবির মূল চরিত্রে আছেন। অনেকের মতে, ছবিটি কার্তিকের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ছবিটি ১৪ জুন মুক্তি পাওয়ার কথা।

‘সিংহাম অ্যাগেইন’
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট রোহিত শেঠির ছবিটি মুক্তি পাবে। তাঁর সুপারহিট সিংহাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে আছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খানের মতো তারকারা।

‘পুষ্পা: দ্য রুল-পার্ট টু’–কে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও ভুল বলা হয় না

‘পুষ্পা টু: দ্য রুল’
‘সিংহাম অ্যাগেইন’ ছবির সঙ্গে বক্স অফিসে মুখোমুখি সংঘাত হতে চলেছে আল্লু অর্জুনের পুষ্পা টুর। ১৫ আগস্ট মুক্তি পেতে যাওয়া ছবিটি দেখতে মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা।

আরও পড়ুন

‘স্ত্রী টু’
২০১৮ সালে মুক্তি পেয়েছিল হরর-কমেডিধর্মী ছবি ‘স্ত্রী’। এই সুপারহিট ছবির সিকুয়েল মুক্তি পাবে ৩০ আগস্ট। অমর কৌশিক পরিচালিত এ ছবিতে আবার আসতে চলেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, শ্রদ্ধা কাপুর।

‘জিগরা’
করণ জোহরের সঙ্গে হাত মিলিয়ে আলিয়া ভাট ‘জিগরা’ আনতে চলেছেন। এ ছবিতে আলিয়াকে হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে। বসন বালা পরিচালিত অ্যাকশনধর্মী ছবিটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

‘দেবা’
শহীদ কাপুর ও পূজা হেগড়ে জুটি বেঁধে আসছেন ‘দেবা’ ছবিতে। থ্রিলারধর্মী ছবিটি মুক্তি পাবে অক্টোবরে। তবে মুক্তির দিন জানা যায়নি।

আবার বায়োপিকে দেখা যাবে ভিকিকে। ইনস্টাগ্রাম থেকে

‘ছাবা’
ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ছবিটি। এই ঐতিহাসিক ছবির মূল চরিত্রে আছেন ভিকি কৌশল, তাঁর সঙ্গে রাশমিকা মান্দানা। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছবিটি ৬ ডিসেম্বর মুক্তি পাবে।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
অক্ষয় কুমার ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজিতে আবার প্রত্যাবর্তন করতে চলেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। আহমেদ খান পরিচালিত এ ছবিতে অক্ষয় ছাড়াও আছেন পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, সুনীল শেঠি, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, জ্যাকুলিন ফার্নান্দেজ।