হিন্দি নাকি দক্ষিণি ছবি এগিয়ে, নিজের মত জানালেন অমিতাভ

অমিতাভ বচ্চনছবি: ইনস্টাগ্রাম

কয়েক বছর ধরেই দক্ষিণি ও হিন্দি সিনেমা নিয়ে বিতর্ক চলছে। ২০২২ সালে ছিল হিন্দি সিনেমার জন্য দুঃস্বপ্নের বছর, কোনো সিনেমাই সেভাবে হিট হয়নি। কিন্তু দক্ষিণি সিনেমা বাজিমাত করেছে।

আরও পড়ুন

তবে গত বছর ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বলিউড। এমন পরিস্থিতি দক্ষিণি ও হিন্দি সিনেমার মধ্যে কারা এগিয়ে এ নিয়ে নিজের মত দিলেন অমিতাভ বচ্চন। খবর হিন্দুস্তান টাইমস

গত শনিবার পুনেতে এক অনুষ্ঠানে কথা বলেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি তাঁর বক্তব্যে অমিতাভ দক্ষিণি ছবির প্রশংসা করেন।

অমিতাভ বচ্চন
এএনআই

কিন্তু বলিউডের তুলনায় দক্ষিণি ইন্ডাস্ট্রিতে যে এখন বেশি ভালো ছবি তৈরি হচ্ছে, তা সম্পূর্ণরূপে মানতে নারাজ অভিনেতা। অমিতাভের যুক্তি, ‘আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে খুব ভালো ছবি হচ্ছে। কিন্তু আমি তাঁদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে হিন্দি ছবির গল্পকেই ওঁরা নতুন মোড়কে হাজির করছেন।’

অভিনেতা এ-ও জানান, ‘দিওয়ার’, ‘শোলে’ বা ‘শক্তি’র মতো ছবি অনেক দক্ষিণি ছবি তৈরির প্রেরণার কাজ করেছে। এই মুহূর্তে মালয়ালম ও তামিল ইন্ডাস্ট্রিতে মৌলিক ছবির যে গুণগত মানের প্রশংসা করেন অভিনেতা। তবে তিনি বলেন, ‘কিন্তু তার মানে, কোনো নির্দিষ্ট একটি অঞ্চলের দিকে আঙুল তুলে ওরা ভালো করছে আর আমরা পারছি না, বলা ঠিক নয়।’

বলিউড ও দক্ষিণি সিনেমার তুলনামূলক আলোচনা ছাড়াও চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি বিতর্ক প্রসঙ্গেও কথা বলেন অমিতাভ। হলিউডের কলাকুশলীদের ‘এআই’বিরোধী ধর্মঘটের প্রসঙ্গও তিনি উত্থাপন করেন। অমিতাভের আশঙ্কা, ‘অদূর ভবিষ্যতে হয়তো সেদিনও আসবে, যখন আমার পরিবর্তে আমার এআইকে ডাকা হবে।’