অমিতাভ বচ্চনের দুর্লভ ১০ ছবি

অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন আজ। বছরের পর বছর বলিউডে তাঁর রাজত্ব। জীবনের এতটা পথ পাড়ি দিলেও আজও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আজ জন্মদিনে দেখুন অমিতাভের দুর্লভ কিছু ছবি, যা হয়তো আগে আপনার দেখা হয়নি।

১ / ১০
১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন অমিতাভ বচ্চন। এটি অমিতাভের শৈশবের ছবি; ছোট ভাই ও মায়ের সঙ্গে
ছবি: ফেসবুক থেকে নেওয়া
২ / ১০
‘মি. নটবরলাল’ ছবিতে প্রথমবার গান গেয়েছেন অমিতাভ
ছবি: ফেসবুক থেকে নেওয়া
৩ / ১০
ব্যস্ত অমিতাভ পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। ছেলে অভিষেকের খুবই ঘনিষ্ঠ তিনি। এ ছবি তাঁর বাড়িতে তোলা
ছবি: ফেসবুক থেকে নেওয়া
৪ / ১০
বাড়ির আঙিনায়
ছবি: ফেসবুক থেকে নেওয়া
৫ / ১০
বলিউড তারকা রেখার সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেমের গুঞ্জন। এমনও শোনা গেছে যে তাঁরা গোপনে বিয়েও করেছেন। রেখা-অমিতাভের অনেক ছবি চর্চিত হলেও এই ছবি খুব কম দেখা যায়
ছবি: ফেসবুক থেকে নেওয়া
৬ / ১০
দুই সন্তান কোলে নিয়ে অমিতাভ-জয়া দম্পতি
ছবি: ফেসবুক থেকে নেওয়া
আরও পড়ুন
৭ / ১০
সত্তরের দশকের একটি ছবির শুটিংয়ে
ছবি: ফেসবুক থেকে নেওয়া
৮ / ১০
‘খুদ-দার’ ছবির একটি দৃশ্যে অমিতাভ বচ্চন
ছবি: ফেসবুক থেকে নেওয়া
আরও পড়ুন
৯ / ১০
সন্তানদের নিয়ে
ছবি: ফেসবুক থেকে নেওয়া
১০ / ১০
শুটিংয়ের ফাঁকে, ক্রিকেট ব্যাট হাতে
ছবি: ফেসবুক থেকে নেওয়া