‘ম্যায় হু না’ নিয়ে এই সাত তথ্য জানতেন কি

২০০৪ সালের আজকের দিনে মুক্তি পায় ‘ম্যায় হু না’। ফারাহ খান পরিচালিত সিনেমাটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আজ সিনেমাটি মুক্তির দুই দশক পূর্ণ হলো। এ উপলক্ষে আইএমডিবি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।
১ / ৭
শুরুতে ‘রাঘবন’ চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল নাসিরউদ্দিন খানের। কিন্তু অন্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় সেটা হয়নি। পরে প্রস্তাব যায় কমল হাসান, নানা পাটেকরের কাছে; বিভিন্ন কারণে তাঁরাও অভিনয় করতে পারেননি। শেষ পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন সুনীল শেঠি। আইএমডিবি
২ / ৭
সিনেমার প্রথম স্টান্টটি শাহরুখ খান করেন পরিচালক ফারাহ খানকে না জানিয়েই। কারণ, শাহরুখের পিঠের চোটের কারণে তাঁকে স্টান্ট করাতে চাননি নির্মাতা। আইএমডিবি
আরও পড়ুন
৩ / ৭
সিনেমায় ‘লাকি’র চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় ফারহান আখতারকে। পরে চরিত্রটিতে অভিনয় করেন জাভেদ খান। আইএমডিবি
৪ / ৭
আদতে ২০০১ সালেই সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখের চোটের কারণে তা পিছিয়ে যায়। আইএমডিবি
৫ / ৭
শুরুতে সিনেমার নাম হওয়ার কথা ছিল ‘দ্য আউটসাইডার’। কিন্তু পরে জানা যায়, ১৯৮৩ সালে হলিউডে একই নামে একটি ছবি মুক্তি পেয়েছিল। পরে নাম বদলে ‘ম্যায় হু না’ করা হয়।
৬ / ৭
শাহরুখ শুরুতে ছবির নাম নিয়ে আপত্তি করেছিলেন। কিন্তু পরে টাইটেল গান শুনে নিজের মত বদলান। আইএমডিবি
৭ / ৭
সিনেমাটির অন্যতম জনপ্রিয় গান ‘চলে জ্যায়সে হাওয়ালে’ শুটিং হয় ওয়ান টেকে। আইএমডিবি