বলিউড অভিনেতা মুশতাক খানকে অপহরণ ও নির্যাতন

মুশতাক খানইনস্টাগ্রাম থেকে

‘স্ত্রী ২’ ও ‘ওয়েলকাম’–এর মতো চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত বলিউড অভিনেতা মুশতাক খানকে অপহরণ করা হয়েছিল। ১২ ঘণ্টার বেশি সময় ধরে জিম্মি অবস্থায় নির্যাতনও করা হয়েছে তাঁকে। খবর ফিল্মফেয়ার

গত ২০ নভেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন মুশতাক খান।
মুশতাকের ব্যবসায়িক সহযোগী শিবম যাদব জানান, মেরুতে একটি শোতে অংশ নেওয়ার কথা ছিল মুশতাকের। দিল্লি থেকে গাড়ি নিয়ে ভেন্যুতে যাওয়ার পথে অপহরণের শিকার হন তিনি।

মুশতাক খান
ইনস্টাগ্রাম থেকে

গাড়িচালক মুশতাককে বিজনোর এলাকার এক নির্জন স্থানে নেন। পরে তাঁকে ১২ ঘণ্টার বেশি জিম্মি করে নির্যাতনও করা হয়েছে। মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি চেয়েছিল অপহরণকারীরা।

জিম্মি অবস্থায় ভোরে ফজরের আজান শুনতে পান মুশতাক। কৌশলে পালিয়ে স্থানীয় মসজিদে ছুটে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নিরাপদে বাসায় পৌঁছান।
এ ঘটনায় একটি মামলা করেছেন মুশতাক খান। এর আগে কমেডিয়ান সুনীল পালও অপহরণের শিকার হয়েছিলেন।

আরও পড়ুন