গুঞ্জনই সত্যি হলো, সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা বিজয়ের

থালাপতি বিজয়ইনস্টাগ্রাম

অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেবেন জনপ্রিয় দক্ষিণি তারকা বিজয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দিয়ে সে গুঞ্জনের পালে নিজেই হাওয়া দিয়েছেন। অবশেষে দিলেন আনুষ্ঠানিক ঘোষণা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে রাজনৈতিক দলের নামও ঘোষণা করেছেন বিজয়। তাঁর দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম।

থালাপতি বিজয়
ইনস্টাগ্রাম থেকে

সিনেমা থেকে রাজনীতিতে পা রাখার ঘটনা নতুন কিছু নয় দক্ষিণ ভারতে। বিভিন্ন সময় বিনোদন জগতের তারকারা এসেছেন রাজনীতিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন বিজয়।

নিজের দল ঘোষণার পর বিবৃতি দিয়ে অভিনেতা জানিয়েছেন, তাঁর দল আসন্ন নির্বাচনে লড়বে না, এমনকি অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না। জানা গেছে, দলীয় বৈঠকেই নাকি অভিনেতা এ সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

বিজয় জানিয়েছেন, নতুন দলটির রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনে। লক্ষ্য আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করা। অভিনেতার কথায়, ‘রাজনীতি পেশা নয়, বরং রাজনীতি জনসেবা।’

বিজয় জানিয়েছেন, তিনি চুক্তিবদ্ধ সিনেমাগুলোর শুটিং শেষ করে পূর্ণকালীন রাজনীতি শুরু করবেন। অভিনেতা এখন বেনকান্ত প্রভুর ‘গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। মনে করা হচ্ছে, এটি তাঁর অভনীত শেষ সিনেমা হতে পারে।