রাজনীতিতে থালাপতি বিজয়, গড়ছেন নিজের দল

থালাপতি বিজয়ইনস্টাগ্রাম

বরাবরই রাজনীতিসচেতন অভিনেতা হিসেবে পরিচিত দক্ষিণি তারকা থালাপতি বিজয়। ছবির প্রচার হোক বা কোনো অনুষ্ঠান, সিনেমার সঙ্গে রাজনীতি নিয়েও কথা বলেন তিনি, যা নিয়ে অতীতে বিতর্কও হয়েছে। এবার জানা গেল, নিজেই নতুন রাজনৈতিক দল গড়ছেন এই তারকা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন তিনি। অনেকে এমনও বলছেন যে চলতি বছরের লোকসভা নির্বাচনেই রাজনীতিতে হাতেখড়ি হবে বিজয়ের।

ভারতীয় তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। এমনকি অনেক দক্ষিণি তারকা সক্রিয় রাজনীতিতেও যুক্ত। বিজয় যে রাজনীতিতে যোগ দেবেন, সে ইঙ্গিত আগেই পাওয়া গেছে। এমনকি তিনি যে অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মন দেবেন, এমন খবরও পাওয়া গেছে আগে।

আরও পড়ুন

সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই জোরালো হয় জল্পনা। তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাঁকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

তবে অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার খবরে একদিকে খুশি তাঁর অনুরাগীরা। অন্যদিকে তাঁদের মনও খারাপ; কারণ, বড় পর্দায় আর দেখতে পাবেন না বিজয়কে।

থালাপতি বিজয়
ইনস্টাগ্রাম থেকে

যদিও এ প্রসঙ্গে অভিনেতার তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শোনা যাচ্ছে যে আপাতত তিন-চার বছরের বিরতি নিতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন বিজয়। অভিনেতার বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় ২০০ কর্মীকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে দলের নাম নথিভুক্ত করিয়েছেন। বিজয়ই হবেন তাঁর দলের সভাপতি। তবে এ বিষয়ে অভিনেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।