কয়েকটি দেশে নিষিদ্ধ, তবুও ‘ফাইটার’ দাপট

‘ফাইটার’–এ হৃতিক ও দীপিকা। ছবি : ইনস্টাগ্রাম থেকে

সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবির জন্য হৃতিক–ভক্তরা অধীর অপেক্ষায় ছিলেন। আর ছবিটি ঘিরে তাঁদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সমালোচকদের মতে, দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছে হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি। বক্স অফিসের আয় সে কথা বলছে।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’। আর এই ছবির মাধ্যমে এক ভিন্ন ঘরানাকে উপহার দিয়েছেন সিদ্ধার্থ। এর আগে বলিউডে এরিয়াল অ্যাকশনধর্মী ছবি নির্মাণ করা হয়নি। এর ওপর ‘ফাইটার’ ছবির জুটি হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। এই প্রথম তাঁরা জুটি বাঁধলেন। তাঁদের উষ্ণ রসায়ন এই ছবির ট্রেলারেই ধরা পড়েছে। ‘ফাইটার’ মুক্তির প্রথম দিনেই ভালো আয় করেছে। ২২ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসের খাতা খুলেছিল সিদ্ধার্থের এই ছবি। ২৫ জানুয়ারি ছিল বৃহস্পতিবার। সেদিক থেকে এই অঙ্ক বেশ ভালোই।

‘ফাইটার’ মুক্তির পাঁচ দিন পার হয়ে গেছে। ছবিটি মুক্তির মাত্র চার দিনের মধ্যে ১০০ কোটি ক্লাবে জায়গা করে নেয়। ২৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি ইতিমধ্যে দেশি বক্স অফিস থেকে ১২৬ দশমিক ৫০ কোটি আয় করে ফেলেছে। বিদেশে ‘ফাইটার’ সিনেমা ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে।

‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে দীপিকা, হৃতিক ও অনিল কাপুরকে। ছবি : এক্স থেকে
আরও পড়ুন

বিদেশে পাঁচ দিনে ৬১ দশমিক ৫ কোটি রুপি করেছে ছবিটি। আর সারা দুনিয়ায় আয় করেছে ২০৩ দশমিক ৭৫ কোটি রুপি।
‘ফাইটার’ ছবিতে হৃতিক-দীপিকা ছাড়া অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়সহ আরও অনেকে আছেন। সিদ্ধার্থের এই ছবি দর্শকের পাশাপাশি চিত্রসমালোচকদেরও মন জয় করেছে। ‘ফাইটার’ এই গতিতে ছুটলে ৫০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

আরও পড়ুন
আরও পড়ুন